ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘুমধুম সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির বাধা

প্রকাশিত: ১১:২৩, ১৩ এপ্রিল ২০২০

 ঘুমধুম সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের  অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির বাধা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কয়েকদিন ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে আসলেও বিজিবি তাদের অনুপ্রবেশ করতে দেয়নি। এতে খুশি হয়েছেন সীমান্ত এলাকার জনগণ। বিশেষ করে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, উখিয়া আঞ্জুমানপাড়া, টেকনাফের তুলাতলি ও উলুবনিয়া দিয়ে কয়েক দফা এ দেশে অনুপ্রবেশের চেষ্টা চালায় রোহিঙ্গারা। অনুপ্রবেশের ব্যর্থ হয়ে পথ পরিবর্তন করে তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত দিয়ে ফের চেষ্টা চালালে বিজিবি তাদের ছত্রভঙ্গ করে মিয়ানমারের অভ্যন্তরে ঠেলে দেয়। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে তুমব্রু সীমান্তের ৩২ ও ৩৩ নম্বর পিলারের কাছে ২০ থেকে ৩০ জনের একটি রোহিঙ্গা দল সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ঠেকাতে সক্ষম হয়।
×