ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা রোধে মসিকের নানামুখী উদ্যোগ

প্রকাশিত: ০৯:৪৯, ১৩ এপ্রিল ২০২০

 করোনা রোধে মসিকের  নানামুখী উদ্যোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে নগরীর মোড়ে মোড়ে সাবান পানি দিয়ে হাত ধোওয়ার ব্যবস্থা, ব্লিচিং পাউডার ও পানি দিয়ে রাস্তা পরিষ্কার, স্বাস্থ্য ও পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ, সচেতনতামূলক মাইকিং এবং মশক নিধনে স্প্রে করাসহ নানামুখী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এসবের বাইরে কম আয়ের মানুষের জন্য নগরীর ৩৩টি ওয়ার্ডে খাদ্য সহায়তাও দিচ্ছে সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃশ্যমান এসব উদ্যোগ নগরবাসীকে স্বস্তি দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত রাখার দাবি নগরবাসীর। নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গাঙিনাপাড় ট্রাফিক মোড়, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউনহল মোড়, চরপাড়া মোড়, পাটগুদাম ব্রিজ মোড়সহ মোড়ে মোড়ে, স্থানীয় বাজারে, পাড়া মহল্লায়, সরকারী বেসরকারী অফিসের সামনে, স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের সামনেসহ অসংখ্য খোলা জায়গায় বসানো হয়েছে পানির টেপ ও সাবান পানি দিয়ে হাত ধোয়ার অস্থায়ী ব্যবস্থা। নানা কাজে বাইরে আসা কর্মজীবী মানুষ যাতে যে কোন মোড়ে যেকোন সময় করোনা পরিস্থিতি সতর্কতায় হাত ধুইয়ে নিতে পারে সেজন্যই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এই উদ্যোগ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকারমুল হক টিটু জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় নগরবাসীকে জীবাণুমুক্ত রাখতে সিটির ৩৩টি ওয়ার্ডে ৩১৪টি ছাড়াও বস্তি এলাকার জন্য ৯৪টি জায়গায় সাবান পানি দিয়ে হাত ধোওয়ার এই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পালা করে নগরীর প্রতিটি প্রধান সড়কে ব্লিচিং পাউডারযুক্ত পানি ঢেলে নিয়মিত জীবাণুমুক্ত ও পরিষ্কার রাখা হচ্ছে। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, করোনায় কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন অনেক হৃদয়বান মানুষ। রাজশাহীর জেলা উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে নানাভাবে খাদ্য সহায়তা দিচ্ছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে বিত্তশালীরা। এর মধ্যে রাজশাহীর বাগমারায় খাদ্য সহায়তায় এগিয়ে রয়েছে স্থানীয়ভাবে গড়ে তোলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ। হটলাইনের মাধ্যমে স্থানীয় এমপি এনামুল হকের তদারকিতে টিমের সদস্যরা নিয়মিত খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন কর্মহীনদের ঘরে ঘরে। চলমান করোনা সঙ্কটে খাদ্য সমস্যা মোকাবেলায় জনসাধাণের পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। সরকারী সহায়তার পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে চালু করেছেন কন্ট্রাল রুম। এই কন্ট্রোর রুমে সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে চলেছেন। চালু রাখা হয়েছে হটলাইন নাম্বার। স্বাস্থ্যসেবাসহ খাদ্য সমস্যায় যেকেউ ফোন করে পাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে কাক্সিক্ষত সেবা। জনগণের যেকোন সমস্যা মোকাবেলায় সর্বদা কাজ করে চলেছে এই কন্ট্রোল রুম। উপজেলার ১৬টি ইউনিয়ন আর ২টি পৌরসভার প্রত্যন্ত এলাকায় গরিব, দুস্থ, অহসায়, ছিন্নমূল, মধ্যবিত্তের পাশাপাশি যে সকল পরিবার খাদ্য সঙ্কটে রয়েছে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন কন্ট্রোল রুমের সদস্যা। শুধু তাই নয়, উপজেলাজুড়ে যতগুলো চা বিক্রেতা, ভ্যানচালকসহ ছিন্নমূল পরিবার রয়েছে সর্ব প্রথম তাদের বাড়িতে খাদ্য সহায়তা নিশ্চিত করা হয়েছে।
×