ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সিএমপির মোবাইল এ্যাপস চালু

প্রকাশিত: ১০:৪৯, ১১ এপ্রিল ২০২০

 হোম কোয়ারেন্টাইন  নিশ্চিত করতে সিএমপির মোবাইল এ্যাপস চালু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা আশপাশে চলাফেরা থেকে শুরু করে বাজার পর্যন্ত যাওয়া শুরু করেছে এমন অভিযোগ স্থানীয়দের। বাড়ির সামনে হোম কোয়ারেন্টাইন স্টিকার ও লাল পতাকা ঝুলিয়ে রাখা হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এদিকে, স্ব উদ্যোগে কিছু কিছু এলাকা বাঁশের ব্যারিকেড দিয়ে এলাকার রাস্তা লকডাউন করে রেখেছে করোনা আতঙ্কে। এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে আক্রান্ত ব্যক্তি ও তার সংস্পর্শে থাকা ব্যক্তি এমনকি বিদেশ হতে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন মনিটরিং করতে মোবাইল এ্যাপস চালু করেছে সিএমপি। বৃহস্পতিবার দামপাড়ার সিএমপির কনফারেন্স কক্ষে এ এ্যাপসটি চালু করেন কমিশনার মাহাবুবর রহমান। সিএমপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দুটায় ‘নিরাপদ স্টে হোম, স্টে সেফ’ শীর্ষক এ মোবাইল এ্যাপসটি চালু করা হয়। ইনোভেস টেকনোলজিস (https//inovacetech.com) এর সহায়তায় জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করা যাবে। কোন ব্যক্তি কোয়ারেন্টাইন থেকে বাইরে যাওয়ার চেষ্টা করলে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করা হবে এবং ওয়েবভিত্তিক এ্যাডমিন প্যানেলের মাধ্যমে থানার মনিটরিং ইউনিটকে এই এ্যাপসটি তাৎক্ষণিক তথ্য প্রদান করবে। এমনকি এ এ্যাপস ব্যবহারের ফলে পুলিশ সদস্যদের সংস্পর্শজনিত কারণে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার স্বাস্থ্য ঝুঁকিও হ্রাস করবে। প্রাথমিকভাবে নগরীর ১৬টি থানায় এ কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সারাদেশে এ এ্যাপস এবং ওয়েব বেসড সিস্টেম (থানা ভিত্তিক মনিটরিং কার্যক্রম) এর বিস্তৃতি ঘটবে। এ এ্যাপের আওতায় বর্তমানে সিএমপির পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪১ জনকে মনিটরিং করা হচ্ছে। শুক্রবার এ নিয়ে হোম কোয়ারেন্টাইন এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।
×