ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকে বিশেষ প্রণোদনা

প্রকাশিত: ০৯:০৮, ৯ এপ্রিল ২০২০

ন্যাশনাল ব্যাংকে বিশেষ প্রণোদনা

বর্তমান সঙ্কটজনক পরিস্থিতিতে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ জটিল সম্ভাব্য ঝুঁকি নিয়ে জনগণকে ব্যাংকিং সেবাসমূহ অব্যাহত রেখেছেন। বিষয়টি ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে তথা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করার তাগিদ দিয়েছেন। কর্তব্য পালন করতে গিয়ে অগত্যা কোন কর্মকর্তা/কর্মচারী সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করলে তার পরিবারকে উপযুক্ত স্বাস্থ্য প্রমাণ সাপেক্ষে দুই লাখ টাকা এককালীন অনুদান দেয়ার কথা চেয়ারম্যান ঘোষণা করেছেন। এই প্রণোদনা একজন কর্মকর্তা/কর্মচারীর অন্যান্য প্রাপ্যাদির অতিরিক্ত বলে বিবেচিত হবে। এছাড়া ব্যাংকিং সেবা প্রদানকালে কোন কর্মকর্তা/কর্মচারী করোনাভাইরাসে সংক্রমিত হলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভারও ব্যাংক বহন করবে এই মর্মেও তিনি ঘোষণা প্রদান করেন। -বিজ্ঞপ্তি প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানাল ফিকি করোনাভাইরাসের প্রভাব উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছে ফরেন ইনভেস্টরর্স চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিস (ফিকি)। তাছাড়া সময়োপযোগী এই উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে এই প্যাকেজটি ব্যবসায়ে সহায়ক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নে সহায়তা করবে। প্রতিষ্ঠানটি করোনা মহামারীতে ফিকির আওতাধীন সকল প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার কর্মচারী ও বৃহত্তর ইকোসিস্টেমের আওতায় সকলকে সহায়তার প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করে এবং কর্মীদের যথাযথ জীবিকা নির্বাহ নিশ্চিতে স্থায়ী ও থার্ড পার্টির আওতাভুক্ত কর্মীদের কর্মসংস্থান নিশ্চিয়তার ব্যবস্থা করছে। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলার জন্য ফিকির সদস্যরা বিভিন্ন পর্যায়ে কর্মচারী, অংশীদার, সম্প্রদায় এবং উন্নয়ন এজেন্সিগুলোকে সহায়তার জন্য আনুমানিক ১০০ কোটি টাকা ব্যয় করছে। গত ৫০ বছরে বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশের উন্নয়নে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফিকি বিশ্বাস করে সরকার ও বিভিন্ন স্টেকহোল্ডার একসঙ্গে কাজ করলে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। করোনা প্রতিরোধে প্রাইম ব্যাংকের অনুদান করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলো আরও বেগবান করতে সহায়তার হাত নিয়ে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক। বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর উদ্যোগে প্রাইম ব্যাংক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করেছে। ডাক্তার ও নার্সদের নিরাপত্তার জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট, টেস্টিং কিট, রেসপিরেটরি ইক্যুইপমেন্ট ক্রয়ের জন্য এই অর্থ ব্যয় করা হবে। -বিজ্ঞপ্তি
×