ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

করোনার প্রভাব মোকাবেলায় টাস্কফোর্স গঠনের পরামর্শ

প্রকাশিত: ০৯:০৭, ৯ এপ্রিল ২০২০

করোনার প্রভাব মোকাবেলায় টাস্কফোর্স গঠনের পরামর্শ

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থনীতিতে করোনার মূল প্রভাব পাওয়া যাবে এর প্রাদুর্ভাব থেমে যাওয়ার পর। সম্ভাব্য প্রভাব মোকাবেলায় টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. আতিউর রহমান। করোনাভাইরাসের থাবায় এশিয়া থেকে ইউরোপ, ইউরোপ থেকে আমেরিকায় থেমে গেছে জনজীবন। বন্ধ হয়ে গেছে মিল-কলকারখানার চাকা। সম্ভাব্য বৈশ্বিক মহামন্দার ঠিক আগে ভাগে দুনিয়াকেই থামিয়ে দিল করোনাভাইরাস। বাংলাদেশের আর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাক রফতানি আর প্রবাসী আয়ে নেমে আসবে অন্ধকার। সাবেক একজন গবর্নর বলছেন, ঠিক কোন খাতে কী হবে তার একটা সম্ভাব্য হিসাব তৈরির কাজে নামতে হবে এখনই। ২০০৯ সালেও বৈশ্বিক মহামন্দার সময় ১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে সরকার। সে সময়ে ওই টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়ন করে সম্ভাব্য মহামন্দা ঠেকিয়ে দেয় সদ্য ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার। এদিকে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি সাধারণ খেটে-খাওয়া মানুষ। তাদের বাঁচিয়ে রাখাই এখন সরকারের মূল চ্যালেঞ্জ। দুনিয়াজুড়ে একসঙ্গেই থেমে গেছে উৎপাদনের চাকা। ফের তা সচল হলে তৈরি হবে নতুন নতুন সম্ভাবনা বলে মনে করেন অর্থনীতিবিদরা।
×