ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৬ টন জাটকা জব্দ

প্রকাশিত: ০৯:০৯, ৪ এপ্রিল ২০২০

 রাজধানীতে ৬ টন জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ী মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ প্রায় ৬ টন জাটকা জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে সেসব জাটকা বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, দুস্থ ও ছিন্নমূলদের মধ্যে বিতরণ করা হয়। বৃহস্পতিবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, যাত্রাবাড়ী মৎস্য আড়তে মৎস্য অধিদফতর ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে প্রায় ৬ টন জাটকা জব্দ করা হয়। ইলিশের জোগান বাড়াতে জাটকা আহরণ ও কেনা-বেচা নিষেধ। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের আশায় জেলেদের কাছ থেকে এসব জাটকা সংগ্রহ করে বিক্রি করে আসছিল।
×