ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া ঘাটে লাখো মানুষের পারাপার

প্রকাশিত: ১২:১২, ২৬ মার্চ ২০২০

শিমুলিয়া ঘাটে লাখো মানুষের পারাপার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া ঘাটে লাখো মানুষ পারাপর হচ্ছে। দশ দিনের ছুটি ঘোষণা পর ঘরমুখো মানুষ যেন হুমড়ি খেয়ে পড়ে। যা ঈদের সময়কেও হার মানায়। এছাড়া করোনা প্রতিরোধে বিআইডব্লিউটিএ দেশের সব রুটে যাত্রীবাহী লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ ঘোষণার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হয় এবং লঞ্চ সিবোট বন্ধ রাখা হয়। এতে মানুষের এই ভিড় সামলাতে হিমশিম খায় কর্তৃপক্ষ। লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ থাকায় ফেরিতে গিয়ে ভিড় জমায় জনতা। পরে বাধ্য হয়ে লঞ্চ ও সিবোট সচল করা হয়। এখন ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাট উপচেপড়া ভিড়। ঘাটে প্রায় ৬ শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। কিন্তু ঢাকা থেকে এখনও যাত্রীদের চাপ আসছে শিমুলিয়া ঘাটে। ফেরিগুলোতে যাত্রী ও ছোট গাড়ি পার করতে হচ্ছে। ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়, যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেউ বিধি নিষেধ মানছেন না, ফেরিগুলোতে গাদাগাদি করেই যাত্রীদের চাপ আছে। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, করোনা সংক্রামন এড়াতে লঞ্চ ও বাসের পর বরিশালে এবার থ্রি হুইলারসহ সব ধরনের যান্ত্রিক যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু নির্দেশ উপেক্ষা করে মিনি ট্রাক, মালবাহী ড্রাম ট্রাকে করে প্রায় তিনগুণ বেশি ভাড়া দিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বরিশালে ফিরছেন কয়েক হাজার নারী ও পুরুষ। বুধবার সকাল থেকে প্যাডেলের কিছুসংখ্যক রিক্সা নগরী ঘুরে বেড়ালেও পূর্বের চেয়ে ভাড়া কয়েকগুণ বেশি নেয়া হচ্ছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। তারা হেঁটে দীর্ঘ পথ যাত্রা করে গন্তব্যে যাচ্ছেন। এদিকে সরকার সবাইকে নিজ নিজ বাসায় থাকার নির্দেশ দিলেও বুধবার অফিস-আদালত, ব্যাংক-বীমা ছিল খোলা। তাই অফিসের এবং ব্যক্তিগত জরুরী প্রয়োজনে ঝুঁকি নিয়েই বাহিরে বের হয়েছেন সাধারণ মানুষ।সূত্রমতে, বরিশাল থেকে স্থানীয় এবং দূরপাল্লার লঞ্চ ও বাস বন্ধ করে দেয়া হয়েছে মঙ্গলবার। তারপরেও বুধবার ঢাকা থেকে বরিশাল এসেছেন কয়েক হাজার যাত্রী। ঢাকা থেকে বরিশালে ফেরা একাধিক যাত্রীরা বলেন, মাওয়া ঘাটে কোন যানবাহন নেই, সবকিছুই বন্ধ এ অজুহাতে পূর্বের ২৭০ টাকার ভাড়ার স্থলে মিনি ট্রাকে প্রতিটি যাত্রীর কাছ থেকে সাত শ’ টাকা করে ভাড়া নেয়া হয়েছে। নগরীর একাধিক ব্যবসায়ীরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিরাপদে বাসায়ও থাকতে পারছি না। কয়েকদিন পূর্বে প্রকাশ্যে দিনের বেলায় নগরীর কাটপট্টি রোডের একটি জুয়েলার্সের তালা কেটে প্রায় এক শ’ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। তাই ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজখবর নিতে তাদের বাসা থেকে বের হতে হচ্ছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য পুলিশের টহল জোরদারের দাবি করেছেন। টাঙ্গাইল নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, দশ দিনের সাধারণ ছুটি ঘোষণায় বাড়ি ফেরা মানুষের চাপে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ২-৩ কিলোমিটার করে দীর্ঘ ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানজট শুরু হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানবাহন চলাচল করছে। পুলিশ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দীর্ঘ সাধারণ ছুটি ঘোষণা করায় হাজার হাজার যাত্রী বাড়ি ফিরছেন। এজন্য মহাসড়কে যানবাহনের চাপ তিন থেকে চারগুণ বেড়ে গেছে। বুধবার রাতে থেকেই গাজীপুরের চন্দ্রা থেকে নাটিয়াপাড়া পর্যন্ত যানজটে স্থবির হয়ে পড়ে। আস্তে আস্তে এ যানজট নাটিয়াপাড়া থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে দীর্ঘ হচ্ছে। মহাসড়কে কোন কোন এলাকায় ৩০০-৪০০ মিটার এলাকায় যানজট কম থাকলেও মহাসড়কেই প্রায় অংশেই যানজট দেখা যায়।
×