ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বেদের মেয়ে জোছনার প্রযোজক মতিউর রহমান পানুর ইন্তেকাল

প্রকাশিত: ১২:৪০, ২৫ মার্চ ২০২০

বেদের মেয়ে জোছনার প্রযোজক মতিউর রহমান পানুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ চিরবিদায় নিলেন ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত প্রযোজক ও পরিচালক মতিউর রহমান পানু। বার্ধক্যজনিত কারণে তিনি মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে উত্তরার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও ছেলে পল্লবকে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। জনকণ্ঠকে মতিউর রহমান পানুর মৃত্যুর খবরটি নিশ্চিত করে চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কোথায় কখন তাকে দাফন করা হবেÑ এ বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হয়নি। মতিউর রহমান পানু ১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদরে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উনয়ন কর্পোরেশনে (বিএফডিসি) পা রাখেন। প্রথমে তিনি কয়েকজন গুণী চলচ্চিত্র পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন। প্রধানত তিনি পরিচালক বাবুল চৌধুরীর সহকারী হিসেবেই বেশি কাজ করেছেন। ১৯৭৯ সালে হারানো মানিক নামের ছবি পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘বেদের মেয়ে জোছনা’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’সহ বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রের প্রযোজনা করেছেন। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছেÑ হারানো মানিক, আপন ভাই, নাগমহল, নির্দোষ, সাহস, মান মর্যাদা, নির্যাতন, সাথী।
×