ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী মৃত্যুর মিছিল বাড়ছে

ইতালিতে একদিনে মৃত্যু ৭৪৩, স্পেনে ৫শ’ ১৪

প্রকাশিত: ১১:২৭, ২৫ মার্চ ২০২০

ইতালিতে একদিনে মৃত্যু ৭৪৩, স্পেনে ৫শ’ ১৪

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ১৯৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ২৪২। এর মধ্যে ১৮ হাজার ২৯৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৭ হাজার ১৯৯ জন। এদিকে করোনায় মঙ্গলবার আরও নতুন করে ইতালিতে ৭৪৩, স্পেনে ৫১৪, ইরানে ১২২ ও যুক্তরাষ্ট্রে ১০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভাইরাসের বিস্তার রোধে মিসরে কারফিউ এবং থাইল্যান্ডে জরুরী অবস্থা জারি করা হয়েছে। অন্যদিকে লকডাউন ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্য ও নেপালে। পাশাপাশি চীনের উহান থেকে ৮ এপ্রিল লকডাউন প্রত্যাহারের ঘোষণা দিল দেশটি। খবর এএফপি, বিবিসি, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আল-জাজিরা, সিএনএন, ইরনা, সৌদি প্রেস এজেন্সি, সাউথ চায়না মর্নিং পোস্ট, আল আরাবিয়া, নিউইয়র্ক টাইমস, ডন, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। ইতালিতে আরও ৭৪৩ জনের মৃত্যু ॥ নোভেল করোনাভাইরাসে মঙ্গলবার ইতালিতে আরও ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও দেশটিতে মৃত্যুর ঘটনা ছিল ৬০২টি। এ নিয়ে সেখানে মোট ৬ হাজার ৮২০ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৪৯ জন। সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৭৮৯। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৭৬ জন। এদিকে ইতালিতে আক্রান্তের সংখ্যা সরকারী তথ্যের চেয়ে সম্ভবত ১০ গুণ বেশি হতে পারে বলে মঙ্গলবার দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান এই আশঙ্কার কথা জানিয়েছেন। স্পেনে আরও ৫১৪ জনের মৃত্যু ॥ করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৫১৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নতুন করে আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। স্পেনে একদিন আগে সোমবার ৩৩ হাজার ৮৯ জন করোনা আক্রান্ত রোগী থাকলেও মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৭৩ জনে। এছাড়া নতুন করে ৫১৪ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মারা গেলেন ২ হাজার ৬৯৬ জন। এদিকে করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেনে মর্মান্তিক কিছু ঘটনা এখন সামনে আসছে। দেশটির সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ খবর নিচ্ছেন। তারা অনেক পরিত্যক্ত বাড়িতে বৃদ্ধদের বিছানায় কাতরাতে দেখছেন অথবা বিছানায় পড়ে থাকতে দেখছেন মরদেহ। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষাবাহিনী এ তথ্য জানিয়েছে। স্পেনের প্রসিকিউটর পরিত্যক্ত বাড়িতে মরদেহ পাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন। করোনায় বিপর্যস্ত স্পেনের বৃদ্ধাশ্রমগুলো পরিষ্কার করার কাজে সহায়তা করছে সেনাবাহিনী। ইরানে আরও ১২২ জনের মৃত্যু ॥ করোনায় ইরানের পরিস্থিতি খুবই শোচনীয়। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৪ জনে। আর নতুন করে ১ হাজার ৭৬২ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৮১১ জন। যুক্তরাষ্ট্রে আরও ১০০ জনের মৃত্যু ॥ যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১০০ জনের মৃত্যু এবং ৭ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যেও বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, এ পর্যন্ত বাহিনী সংশ্লিষ্ট ১৭৪ জনের দেহে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বাহিনীর ৫৯ বেসামরিক কর্মী, ৬১ জন বাহিনীর ওপর নির্ভরশীল সদস্য এবং ২৭ ঠিকাদারও রয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ২৭৪। এর মধ্যে ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে ৩ সপ্তাহ লকডাউন ঘোষণা ॥ করোনাভাইরাস প্রতিরোধে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যকে তিন সপ্তাহ লকডাউনের ঘোষণা দিয়েছেন। সোমবার রাতে লন্ডনে জাতির উদ্দেশে দেয়া ভাষণের মাধ্যমে এই লকডাউন ঘোষণা করেন। এই সময়ে প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। সব ধরনের সামাজিক অনুষ্ঠানও বন্ধ থাকবে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ৩৩৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডে জরুরী অবস্থা জারি ॥ দেশজুড়ে এক মাসের জরুরী অবস্থা জারি করতে যাচ্ছে থাইল্যান্ড। ২৬ মার্চ থেকে জরুরী অবস্থা কার্যকর হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশব্যাপী জরুরী অবস্থা জারির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮২৭। অপরদিকে নতুন করে আরও তিনজনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ জনের। মিসরে কারফিউ জারি ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কারফিউ জারি করেছে মিসর। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত দু’সপ্তাহের জন্য এ কারফিউ জারি থাকবে। মঙ্গলবার টেলিভিশনে এক ব্রিফিংয়ে দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি জানিয়েছেন, কেউ কারফিউ আদেশ অমান্য করলে তাকে অন্তত চার হাজার মিসরীয় পাউন্ড জরিমানা অথবা কারাদণ্ড দেয়া হবে। দেশটিতে এ পর্যন্ত ৩৬৬ জনের শরীরে করোনভাইরাস ধরা পড়েছে, মারা গেছেন ১৯ জন। ভারতের ৩০ রাজ্য লকডাউন ॥ ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতের মোট ৩৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ৩০টি পুরোপুরি লকডাউন করে দেয়া হয়েছে। দেশটিতে ওই ভাইরাসে মোট ৪৯৯ জন আক্রান্তের মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১০৩ জন, আর মারা গেছে তিনজন। এ নিয়ে দেশটিতে মোট দশজন এই ভাইরাসের শিকার হয়ে মারা গেছে। এদিকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। করোনা পরিস্থিতির মোকাবেলায় গোটা রাজ্যেই লকডাউন ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হয়। আগামী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে এই লকডাউনের সময়সীমা। এছাড়া মঙ্গলবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন। পাকিস্তানে সেনা মোতায়েন ॥ পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। কয়েকটি রাজ্য লকডাউন ঘোষণা করা হতে পারে। প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এবার মাঠে নেমেছে সেনাবাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দিয়ে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে পাকিস্তানে। এদিকে করোনার সংক্রমণ রুখতে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির রেলওয়ে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা নয় শ’ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে সাতজনের। নেপাল লকডাউন ॥ এবার নেপালে দুইজন আক্রান্ত হয়েছেন। এজন্য বৈঠক ডেকে দেশটিকে লকডাউন ঘোষণা করেছে নেপাল সরকার। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে ৩১ মার্চ পর্যন্ত নেপালজুড়ে লকডাউন থাকবে। সৌদিতে প্রথম মৃত্যু ॥ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০৫ জন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে মুখপাত্র এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবে সৌদি আরবে একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৭৬৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ায় বয়স্কদের ঘর থেকে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা ॥ রাশিয়ার রাজধানী মস্কোতে ৬৫ বছরের বেশি বয়স্কদের বাড়িতে থাকার (হোম কোয়ারেন্টাইন) নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের গ্রামের বাড়িতে চলে যেতে বলা হয়েছে। শহরটির মেয়র সেরজেই সবিয়ানিন নিজস্ব ওয়েবসাইটে এই নির্দেশ দিয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ৪৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এদের বেশিরভাগই মস্কোর বাসিন্দা। মেয়র সবিয়ানিন বলেছেন, আগামী ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বয়স্কদের অবশ্যই বাড়িতে অবস্থান করতে হবে। উহান থেকে লকডাউন উঠছে ৮ এপ্রিল ॥ মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল বলে বিবেচিত চীনের উহান শহর ৮ এপ্রিল অবরুদ্ধ দশা থেকে মুক্তি পাচ্ছে। মঙ্গলবার দেশটির হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন এই ঘোষণা দেয়। রাজধানী উহান বাদে ২৫ মার্চ, বুধবার থেকে হুবেই প্রদেশে প্রবেশ ও প্রদেশটি থেকে বের হওয়ার ওপর আরোপিত সব ধরনের বিধি-নিষেধ তুলে নেয়া হবে বলেও জানিয়েছে তারা। রাজধানী উহানসহ হুবেই গত দুই মাস ধরে লকডাউন অবস্থায় ছিল। ভ্যাকসিন তৈরির ঘোষণা জাপানের ॥ ভাইরাসের প্রাণহানি রুখতে প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করেছে জাপান। ফুজি ফ্লিম হোল্ডিং কর্পোরেশনের ‘অ্যাভিজান’ করোনাভাইরাস প্রতিরোধকারী ওষুধের পর নতুন এই ঘোষণা এলো। ওসাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের অন্যতম ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এ্যানজেসের যৌথ উদ্যোগে এ টিকা তৈরি হয়েছে। মঙ্গলবার এ্যানজেস ইন-কর্পোরেশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
×