ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাদ সিকিউরিটিজের লেনদেন বন্ধ

প্রকাশিত: ০৯:২৪, ২৩ মার্চ ২০২০

 সাদ সিকিউরিটিজের লেনদেন বন্ধ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) সদস্য সাদ সিকিউরিটিজ (ডিএসই ট্রেক নং ১১৮) এর লেনদেন বন্ধ করে দিয়েছে ডিএসই। গত বৃহস্পতিবার থেকে লেনদেন বন্ধ প্রতিষ্ঠানটির। হাইকোর্টের নির্দেশে প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, গ্রাহকদের টাকা মারার অভিযোগে ২০১১ সালে ডিএসইতে অভিযোগ দেয় দুইজন গ্রাহক। এর পর ডিএসই পরীক্ষা-নিরীক্ষা করার পর সত্যতা পেলে টাকা পরিশেধ করার জন্য নির্দেশ দেয়া হয়। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করে সাদ সিকিউরিটিজ। হাইকোর্টে ডিএসইর দেয়া রায় বহাল রাখে কোর্ট। পরে আবারও সুপ্রীম কোর্টে আপীল করে সাদ সিকিউরিটিজ। পরে সুপ্রীম কোর্টও হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখে। এরপরও টাকা দিতে গড়িমসি করে কোম্পানিটি। পরে গ্রাহক সুপ্রীম কোর্টের স্মরণাপন্ন হলে কোর্ট সাতদিনের মধ্যে টাকা দেয়ার নির্দেশ দেয়। -অর্থনৈতিক রিপোর্টার
×