ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৯:০৫, ২২ মার্চ ২০২০

হবিগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ২১ মার্চ ॥ জেলার বানিয়াচংয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে লায়েছ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। লায়েছ উপজেলার শাহপুর গ্রামের ফুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানান, নিজ ঘরে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন লায়েছ। এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন। উল্লাপাড়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শনিবার ভোরে জেলার উল্লাপাড়া উপজেলায় নেওরগাছা এলাকায় অভিযান চালিয়ে দেশে তৈরি দুটি ওয়ান শুটার গানসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও অস্ত্র বিক্রেতা আব্দুল মতিনকে (৪৮) গ্রেফতার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, গোপন সংবাদে ভিত্তিতে নেওরগাছা গ্রামের জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
×