ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশকে বাজার সয়লাব

প্রকাশিত: ০৯:০৩, ২২ মার্চ ২০২০

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশকে বাজার সয়লাব

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ভেজাল নিম্নমানের কীটনাশকে ভরে গেছে বাজার। আম মৌসুমকে সামনে রেখে এসব কীটনাশক এসেছে। প্রধান ক্রেতা হচ্ছে আম বাগান মালিক ও আম চাষীরা। বাগান মালিকরা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। রোগ বালাই প্রতিরোধে গাছে গাছে ছিটাচ্ছে কীটনাশক ও বিষসহ বিভিন্ন ধরনের ওষুধ। এই সুযোগ নিয়ে গড়ে উঠেছে ভেজাল কীটনাশক ও নিম্নমানের ওষুধ বিক্রি সিন্ডিকেট। তারা বিভিন্ন নামীদামী কোম্পানির মোড়কে সরবরাহ করছে নকল ও ভেজাল কীটনাশক। তারা সহজ সরল কৃষককে টার্গেট করে এসব অবৈধ কর্মকা- চালিয়ে যাচ্ছে। হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এসব নকল ওষুধ সরবরাহকারীরা। সম্প্রতি স্থানীয় কৃষি বিভাগের অভিযানে কয়েকটি কোম্পানির কীটনাশক বন্ধ করেছে। কয়েকটি কোম্পানির কীটনাশক ইতোমধ্যেই নিষিদ্ধ করেছে। কানসাট এলাকার চাষী একরামুল হক জানান, একজন সিএনজি চালক সিলেক্ট প্লাস কীটনাশক সরবরাহ করে। যা ছত্রাকের কাজে ব্যবহার হয়ে থাকে। বোতলটিতে লেখা রয়েছে দাম দেড় হাজার। এই কীটনাশক ব্যবহার করে পোকা মাকড়ের উপদ্রব বেড়েছে দ্বিগুণ। বহু আম চাষী এসব প্রতারক চক্রের সিন্ডিকেট দমনে হস্তক্ষেপ চেয়েছে কৃষি কর্মকর্তারদের। শিবগঞ্জের আম চাষী কৃষক আব্দুল্লাহ জানান, সম্প্রতি অবৈধ নিম্নমানের কীটনাশক জব্দ করা হয়েছে। একটি প্রতারক চক্র ভারত পাবনা ও এর আশপাশ এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে এসব কীটনাশক সরবরাহ করছে।
×