ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে দুই শিক্ষকের দণ্ড ॥ চাল ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: ০৯:৪১, ২০ মার্চ ২০২০

দৌলতপুরে দুই শিক্ষকের দণ্ড ॥ চাল ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ১৯ মার্চ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং বাণিজ্য চালানোর দায়ে দুই শিক্ষকের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ দণ্ড দেন। দণ্ডিত শিক্ষক ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজীর সহকারী শিক্ষক মোঃ আলিমুন হোসেন ও গণিতের সহকারী শিক্ষক মুসফিকুর রহমান। একই ভ্রাম্যমাণ আদালত দুপুর ২.৩০টার দিকে দৌলতপুর ও আল্লারদর্গা বাজারে অভিযান চালিয়ে বিনা কারণে চালের মূল্য বৃদ্ধির অভিযোগে দুই চাল ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানো বন্ধ ঘোষণা করলেও সরকারী নির্দেশ অমান্য করে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গোবরগাড়া এলাকার ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে এক শ্রেণীর অসাধু শিক্ষক কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছিলেন।
×