ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশবাসীকে শেখ রেহানার শুভেচ্ছা

প্রকাশিত: ১১:০১, ১৮ মার্চ ২০২০

দেশবাসীকে শেখ রেহানার শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা মুজিববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কোন অন্যায়ের কাছে মাথানত করেননি। লোভ-লালসা, ভোগ-বিলাস থেকে নিজেকে দূরে রেখেছেন, করেননি আপোস। মানবকল্যাণই ছিল তার ধ্যান-ধারণা, বিশ্বাসে-নিঃশ্বাসে। এমন মানুষ পৃথিবীতে খুব কমই আসেন। আসলেও তারা ক্ষণস্থায়ী হন। আমার বাবা আমাদের মাঝে নেই। তিনি আছেন কোটি মানুষের হৃদয়ে। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত ৮টা শুরু হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে শেখ রেহানা এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রাণের প্রিয়, সর্বকারের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আজ (মঙ্গলবার)। এই দিনে আমরা সকলে মিলে অঙ্গীকার করি- আমাদের যা কিছু আছে, তাই দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাব। সুন্দর, সমৃদ্ধ এবং দারিদ্র্য-দুর্নীতি ও নিরক্ষরতামুক্ত দেশ গড়ব। সোনার বাংলাকে ভালবাসব। পরশ্রীকাতরতা থেকে নিজেদের মুক্ত রাখব। ঘরে ঘরে মুজিবের আদর্শের দুর্গ তৈরি করে তার আলো ছড়িয়ে দিব। কেউ দাবায়ে রাখতে পারবে না। আবেগজড়িত কণ্ঠে বঙ্গবন্ধুর এই কন্যা আরও বলেন, আমাদের বাবা (বঙ্গবন্ধু) আমাদের মাঝে নেই। তিনি আছেন কোটি মানুষের হৃদয়জুড়ে। এইদিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি মুজিবের রতœগর্ভা মা শেখ সায়েরা খাতুন এবং বাবা শেখ লুৎফর রহমানকে। আরও স্মরণ করি চিরদিনের সুখে-দুঃখে মরণের সাথী তার প্রিয় ‘রেণু’ (বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব)-কে। আজকের এইদিনে আমরা জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সবাই মিলে হাত তুলে দো’য়া করি সর্বশক্তিমান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
×