ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই বিদেশীকে পুশব্যাক

বিশেষ ব্যবস্থায় সৌদি থেকে ৪০৯ জন বিমানে ঢাকা ফিরেছেন

প্রকাশিত: ১০:৫৯, ১৮ মার্চ ২০২০

বিশেষ ব্যবস্থায় সৌদি থেকে ৪০৯ জন বিমানে ঢাকা ফিরেছেন

স্টাফ রিপোর্টার ॥ দুনিয়াব্যাপী করোনাভাইরাসের আতঙ্কের দরুণ সৌদি আরব আন্তর্জাতিক সব ফ্লাইট চলাচল বন্ধ করে দিলেও বিশেষ ব্যবস্থায় সেখান থেকে ২৯৯ ওমরাহ যাত্রীসহ মোট ৪০৯ জনকে দেশে নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া আগের রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দু’জন বিদেশীকে পুশব্যাক করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। তাদের একজন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরেকজন আইভরি কোস্টের নাগরিক। এদিকে আজ থেকে মালয়েশিয়ায় সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান। একের পর এক বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করে দেয়ায় চরম বিপর্যয় নেমে এসেছে এ খাতে। মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ফাঁকা। চেক ইন কাউন্টাারগুলোতে লোকজন নেই। দু’একদিনের মধ্যে আরও নির্জন হয়ে যাবে। সৌদি আরব থেকে ফেরত আনা যাত্রীদের সম্পর্কে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম মোকাব্বির হোসেন জানান, স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে ফ্লাইটটি জেদ্দার বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বিকেল সোয়া চারটায় সেটা ঢাকায় ল্যান্ড করে। তবে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরলেও এখন অন্য বিদেশ ফেরত যাত্রীদের মতো এদেরও করোনাভাইরাস সংক্রান্ত স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, কারও মধ্যে করোনার লক্ষণ-উপসর্গ না পাওয়া গেলেও ইমিগ্রেশন শেষে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর কথা রয়েছে। এদিকে করোনার প্রাদুর্ভাবে ইতোমধ্যে অধিকাংশ রুটেই ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান। সর্বশেষ মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটেও ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে বিমান এর আগে ওমান, কুয়েত, কাতার, ও ভারতে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান। আজ থেকে মালয়েশিয়ায় ফ্লাইট সাময়িক বন্ধ রাখা হবে। মঙ্গলবার বিকেলে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুরে পরিচালিত বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট মঙ্গলবার থেকেই বন্ধ হয়েছে। একইসঙ্গে দেশটিতে বিমানের মঙ্গলবারের শেষ ফ্লাইটের সময়সূচী ৩ ঘণ্টা এগিয়ে আনা হয়। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৪টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে কুয়ালালামপুরের পথে ছেড়ে যাবে। করোনাভাইরাসের কারণে মালয়েশিয়াকে লকডাউন ঘোষণা করেছে। সে কারণে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ বিমানের মালয়েশিয়াগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশ বিমানের কোন ফ্লাইট যাবে না।
×