ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০তেও হতে পারে ডাবল সেঞ্চুরি!

প্রকাশিত: ১২:০৪, ১৭ মার্চ ২০২০

টি২০তেও হতে পারে ডাবল সেঞ্চুরি!

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডেতে এ পর্যন্ত আটটি ডাবল সেঞ্চুরি দেখেছে বিশ্ব। অথচ পঞ্চাশ ওভারের ক্রিকেটে এক সময় ডাবল সেঞ্চুরিকে ভাবা হতো দুঃসাধ্য। সেটি এখন আর বিরল কিছু নয়। তাই বলে ২০ ওভারের টি২০তে একজন ব্যাটসম্যান একাই দুই শ’ রান করে ফেলবেন? সম্ভব, বলছেন ব্রাড হগ। সাবেক অস্ট্রেলিয়ান তারকার মতে, সেটা হতে পারে রোহিত শর্মার হাত ধরে। ‘এই মুহূর্তে আমি মনে করি, রোহিত শর্মাই একমাত্র ব্যাটসম্যান যে এটা (টি২০তে ডাবল সেঞ্চুরি) করতে পারেন। কেননা তার স্ট্রাইকরেট ভাল, টাইমিং এবং আছে মাঠজুড়ে ছক্কা মারার জায়গা বের করার অবিশ্বাস্য ক্ষমতা।’ ২০১৮ সালে জিম্বাবুইয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রানের এক ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার এ্যারন ফিঞ্চ। এটিই এখন পর্যন্ত আন্তর্জাতিক টি২০তে কোন ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এই ফিঞ্চই ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু স্বদেশী এই ব্যাটসম্যানকে ছেড়ে হগ টি২০তে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে বেছে নিয়েছেন ভারতের রোহিত শর্মাকে। প্রসঙ্গত, রোহিত শুধু ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরিই করেননি, ওয়ানডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটির (২৬৪) মালিকও ভারতীয় এই ওপেনার। এছাড়া টি২০তে সবচেয়ে বেশি সেঞ্চুরি আছে তার, এই ফরমেটে করেছেন ৪টি সেঞ্চুরি।
×