ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষের বিশেষ ভিডিও ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’

প্রকাশিত: ০৮:৫৫, ১৭ মার্চ ২০২০

মুজিববর্ষের বিশেষ ভিডিও ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’

সংস্কৃতি ডেস্ক ॥ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকীতে সুরে সুরে শ্রদ্ধার্ঘ্য জানালেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় ও সুরকার নাভেদ পারভেজের সুরে তৈরি হয়েছে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শিরোনামের এক অপূর্ব গান। গান করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, রবি চৌধুরী, এ প্রজন্মের তামান্না প্রমি, স্বপ্নীল সজীব, প্রতিক হাসান ও ঝিলিক। গানটির ভিডিওর জন্য নৃত্য পরিচালনা করেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। নৃত্য পরিবেশন করেছেন সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যশিল্পী। গানের চিত্রায়নে বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ থেকে সোনার বাংলা তৈরি হওয়ার গল্প বলা হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। মুজিববর্ষের প্রথমদিন থেকেই জাতীয় গণমাধ্যম ও ইউটিউবে ভিডিওটি সম্প্রচারিত হবে।
×