ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রং তুলিতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু

প্রকাশিত: ১১:৫৮, ১৬ মার্চ ২০২০

 রং তুলিতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু

ইবি সংবাদদাতা ॥ হাতে রং, তুলি ও পেন্সিল নিয়ে স্কুল শিক্ষার্থীরা ফুটিয়ে তুলছে বঙ্গবন্ধুকে। কেউ আঁকছে সবুজ নদীমাতৃক বাংলাদেশের চিত্র। কেউবা আঁকছে মুক্তিযুদ্ধের ছবি। রবিবার বেলা সাড়ে ১১টায় এমন দৃশ্যই দেখা গেছে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের স্কুলশিক্ষার্থীদের মাঝে। ‘বঙ্গবন্ধুর জন্মদিন রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভাল’ স্লোগানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের মাঝে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মামুনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ প্রমুখ।
×