ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে দুই ট্রাফিক পুলিশকে চড় দেয়ায় যুবলীগ নেত্রী কারাগারে

প্রকাশিত: ১০:০৯, ১৬ মার্চ ২০২০

গাজীপুরে দুই ট্রাফিক  পুলিশকে চড় দেয়ায়  যুবলীগ নেত্রী  কারাগারে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলকে চড় দেয়ার অপরাধে গ্রেফতারকৃত সিটি কর্পোরেশনের কাউন্সিলর (সংরক্ষিত) যুব মহিলা লীগের নেত্রীকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিএমপির বাসন থানা থেকে আদালতে পাঠানো হলে দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল হক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতারকৃতের নাম রুহুন নেছা রুনা। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার (প্রসিকিউশন) একেএম আহসান হাবীব জানান, শনিবার দুপুরে মহানগরের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলের গালে চড় দেয়াসহ সরকারী কাজে বাধার অভিযোগে আটক হন কাউন্সিলর রুহুন নেছা রুনা। রাতে গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের কনস্টেবল আশিকুর রহমান বাদী হয়ে জিএমপির বাসন থানায় মামলা দায়ের করেন।
×