ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বপ্ন পূরণের খুব কাছে এখন পদ্মা সেতু

প্রকাশিত: ১১:১৪, ১৪ মার্চ ২০২০

স্বপ্ন পূরণের খুব কাছে এখন পদ্মা সেতু

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর মূল ভিত বা খুঁটির ৪২টির মধ্যে ৪০টিই সম্পন্ন। বাকি ২৭ নম্বর খুঁটি সম্পন্ন হচ্ছে ১৬ মার্চ। সর্বশেষ ২৬ নম্বর খুঁটি সম্পন্ন হচ্ছে মধ্য এপ্রিলে। স্বপ্ন পূরণের খুব কাছে এখন পদ্মা সেতু। ২৭ নম্বর স্প্যান বসছে ৩১ মার্চ। ‘৫সি’ নম্বর এই স্প্যান বসছে ২৭ ও ২৮ নম্বর খুঁটিতে। পাঁচ নম্বর মডিউলের ‘সি’ স্প্যানটি একেবারে তৈরি করে জিডির সামনে রাখার কারণেই এটি আগে স্থাপন করতে হচ্ছে। তাই ২৭ নম্বর খুঁটি সম্পন্ন হওয়া এবং আরও কিউরিংয়ের পরই বসনো হচ্ছে স্প্যান। ফেব্রুয়ারিতে তিনটি স্প্যান বসলেও মার্চে তাই বসছে দুটি স্প্যান। গত ১০ মার্চ পাশের ২৮ ও ২৯ নম্বর পিলারে ‘৫ডি’ নম্বরের ২৬তম স্প্যানটি বসানো হয়। এতে সেতুর ৩৯০০ মিটার দৃশ্যমান হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হতে এখন আর মাত্র বাকি ১৫টি স্প্যান। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই পদ্মা সেতুতে ৪১টি স্প্যান বসবে। এরই মধ্যে মাওয়ায় পৌঁছে গেছে ৩৯ স্প্যান। বাকি রয়েছে মাত্র ‘২ই’ ও ‘২এফ’ নম্বরের দুটি মাত্র স্প্যান। চীনে করোনাভাইরাসের কারণে এই দুটি স্প্যান বসাতে বিলম্ব হচ্ছিল। তৈরি হয়ে যাওয়া এই স্প্যানের বাকি ছিল শুধু পেন্টিংয়ের কাজ। তবে সুখবর হচ্ছে- চীনে করোনার প্রভাব হ্রাস পাওয়ার পর এখন আবার পেইন্টিংয়ের কাজ শুরু হয়েছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ আব্দুল কাদের জনকণ্ঠকে এই তথ্য দিয়ে বলেন, এই দুই স্প্যান ২০ এপ্রিলের দিকে মাওয়ায় পৌঁছানোর টার্গেট রয়েছে। তিনি জানান, চৈনিক নববর্ষের ছুটিতে চীনে গিয়ে যেসব কর্মীরা আটকেছিলেন এদের অনেকে ফিরে এসে ‘সঙ্গনিরোধ’ সফলভাবে সম্পন্ন করার পর কাজে যোগ দিয়েছেন। তবে এখনও ১৫৮ কর্মী চীনে আছেন। তারপরও দেশী কর্মী নিয়োগ করে কাজ এগিয়ে নেয়া হচ্ছে। এছাড়া ওয়েল্ডিংয়ের কাজে ছয়টি রোবট ব্যবহার করা হচ্ছে। গত ৮ মার্চ থেকে এই ছয়টি রোবট সফলভাবে কাজ করছে। চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির (এমবিইসি) রোবটগুলো চীন থেকে নিয়ে আসা হয়েছে। এদিকে বসানো স্প্যানে স্ল্যাব বসানোর কাজও এগিয়ে চলছে। সেতুর ২হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে স্থাপন করা হয়েছে ৩৫৭টি। তবে রোডওয়ে স্ল্যাব তৈরি হয়ে গেছে ২হাজার ৪শ’২২টি। বাকি ৪৯৫টি রোডওয়ে স্ল্যাব তৈরির কাজও চলছে পুরোদমে। এদিকে স্প্যানের নিচের তলার রেলওয়ে স্ল্যাবও বসছে সমানে। পদ্মা সেতুতে মোট ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব প্রয়োজন। এর সবই তৈরি হয়ে গেছে। আর স্থাপন হয়েছে ‘৭৮৬’ রেলওয়ে স্ল্যাব।
×