ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় যুবলীগ নেতা ফের গ্রেফতার

প্রকাশিত: ০৯:১৭, ১৪ মার্চ ২০২০

পটিয়ায় যুবলীগ নেতা ফের গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৩ মার্চ ॥ পটিয়ায় যুবলীগ নেতা জমির উদ্দিনকে (৪৫) পুলিশ দুই মাসের ব্যবধানে আবারও গ্রেফতার করেছে। সে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মরহুম এনামুল হকের ছেলে। বৃহস্পতিবার রাতে থানা পুলিশ পটিয়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের অভিযোগ ওই যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তবে ওইসব মামলায় সে জামিনে রয়েছে বলে পরিবারের দাবি। জানা গেছে, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জমির উদ্দিন বিএনপি সরকারের আমলেও নির্যাতনের শিকার হয়। আন্দোলন, সংগ্রাম করতে গিয়ে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয়েছে। ২০১৯ সালের ১১ অক্টোবর পটিয়া থানা পুলিশ একটি মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। জেল থেকে জামিনে বের হয়। পুলিশের অভিযোগ, পটিয়া উপজেলার হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরীফ এলাকা থেকে গাড়িচালক মোসলেম উদ্দিন (৪৫) অপহরণের সঙ্গে সে সম্পৃক্ত। ইতোমধ্যে জমিরের অনুসারী সাইফুল ইসলাম প্রকাশ বালু সাইকে পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে সে কারাগারে রয়েছে। জমির উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, যুবলীগের সাবেক নেতা জমির উদ্দিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২০টির অধিক মামলা রয়েছে। সে শীর্ষ সন্ত্রাসী। গাড়ি চালক মোসলেম উদ্দিন অপহরণের সঙ্গে জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। বরিশালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে শুক্রবার দুপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রথম শ্রেণীর ছাত্র রাহাত সরদার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আজিজুল হক সরদারের পুত্র ও স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। জানা গেছে, নিজ ঘরে টেলিভিশন চালু করার জন্য সুইচ দেয়ার সময় রাহাত বিদ্যুতস্পৃষ্ট হয়। চিতলমারীতে কলেজছাত্র স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, চিতলমারীর সদর ইউনিয়নের খিলিগাতী গ্রামে বৃহস্পতিবার রাতে বিদ্যুতস্পৃষ্টে পার্থজিত ম-ল (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। পার্থজিত খিলিগাতী গ্রামের প্রাণকৃষ্ণ ম-লের একমাত্র ছেলে ও বাগেরহাট সরকারী পিসি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে সে ঘরের গেটে বিদ্যুতস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×