ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৫ কোটি টাকার নকল ওষুধ জব্দ

প্রকাশিত: ১১:৩৭, ১৩ মার্চ ২০২০

৫ কোটি টাকার নকল ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ পুরনো ঢাকার মিটফোর্ড এলাকার আটটি গোডাউন থেকে প্রায় পাঁচ কোটি টাকার নকল ও বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত বাবুবাজারের সোমেশ্বরী মার্কেটে আটটি কারখানায় অভিযান চালিয়ে এসব নকল ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় ওষুধ তৈরির সঙ্গে জড়িত বাবু (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিটফোর্ড এলাকায় নকল ওষুধের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনগুলোতে ৫৩ ধরনের নকল ওষুধ পাওয়া গেছে। আটটি গোডাউন থেকে প্রায় ৫ কোটি টাকার নকল ওষুধ জব্দসহ এক ব্যক্তিকে আটক করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইউজিসির সভা দেশের বিশ্ববিদ্যালয়ে কাক্সিক্ষত ও গুণগতমানের উচ্চশিক্ষা নিশ্চিতকরণ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইউজিসি’র এক মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সভাপতিত্বে ইউজিসিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন ও প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বিশ্ববিদ্যালয়) অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×