ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে সাত অনলাইন প্রতারক আটক

প্রকাশিত: ১৩:১৩, ১২ মার্চ ২০২০

জয়পুরহাটে সাত অনলাইন প্রতারক আটক

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১১ মার্চ ॥ র‌্যাব-৫ সদর থানাধীন দেওয়ানপাড়া (নতুনহাট) এলাকায় অভিযান চালিয়ে ৭ জন অনলাইন প্রতারককে গ্রেফতার এবং প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। সদর উপজেলার গতনশহর গ্রামের বেলাল উদ্দীনের ছেলে মোঃ শিবলী নোমানী (২৩), রাঘবপুর গ্রামের সায়েম উদ্দীন প্রামাণিকের ছেলে মোঃ হাবিবুল বাশার (১৭), ক্ষেতলাল উপজেলার আইমাপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মোঃ মারুফ শাহারিয়ার (২০), দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দলদনিয়া গ্রামের অফফার ম-লের ছেলে মোঃ রনিক হোসেন (১৮), শিবরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ আব্দুল্লাহ আল আদনান (২০), গাইবান্ধা জেলার পলাশবাড়ীর মামুনুর রশিদের ছেলে মোঃ প্রান্ত (২২) ও বগুড়ার নিজামতকুড়ি গ্রামের টুকু মিয়া ছেলে মোঃ সাব্বির রহমান (২১)কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিভিন্ন সোস্যাল মিডিয়ার ফেক নেম জেনারেটর সফটওয়্যার ও ওয়েবসাইট ব্যবহার করে মেয়েদের নামে ফেক আইডি তৈরি করে ডিজিটাল প্রতারণা, ডিজিটাল জালিয়াতি, জ্ঞাতসারে ডিজিটাল ছদ্মবেশ ধারণ করে আইডি দিয়ে বিভিন্ন অবৈধ সার্ভার ভিপিএস ব্যবহার করে একাধিক এ্যাডাল্ট সাইটে অজ্ঞাতনামা আইডিধারীদের সঙ্গে ইরোটিক মেসেজিং (এ্যাডাল্ট চ্যাটিং) ও অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে আসছিল বলে স্বীকার করে। লাকসামে বিদ্যুস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লাকসাম, ১১ মার্চ ॥ লালমাই উপজেলার ইছাপুরা গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, মঙ্গলবার সন্ধ্যায় ইছাপুরা গ্রামে বোরো ধান খেতে। ওই গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে ইদ্রিস মিয়া (৩৫) বোরো ধান খেতে গেলে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে তার মৃত্যু হয়। নিহত ইদ্রিস মিয়া ইছাপুরা পশ্চিমপাড়া জামে মসজিদের মোয়াজিন। ওইদিন সন্ধ্যায় ইঁদুর নির্ধনের জন্য বোরো ধান খেতে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে। রাত ৯টায় বোরো খেতে স্কিমের পানি জমিতে দেখতে গিয়ে তার মৃত্যু হয়।
×