ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪ থেকে ১০ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ

প্রকাশিত: ১২:১০, ৯ মার্চ ২০২০

  ৪ থেকে ১০ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৪ থেকে ১০ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ। ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রবিবার সচিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২০’ উদযাপনের কর্মসূচী গ্রহণ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রথম দিন সকাল সাড়ে ৭টায় ঢাকায় মৎস্য ভবন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি এবং দেশের ৬৪ জেলায় একই সময়ে স্থানীয় মৎস্যজীবীসহ সংশ্লিষ্টদের নিয়ে র‌্যালি করা হবে। ঢাকায় র‌্যালি শেষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মৎস্য অধিদফতরে জাটকা সংরক্ষণ সপ্তাহ নিয়ে সংবাদ সম্মেলন করবেন। সপ্তাহ উদযাপনের অন্যান্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাটকা সংরক্ষণ বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শন, বেতার-টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান আয়োজন, ইলিশবিষয়ক কর্মশালা আয়োজন, ঢাকা মহানগরের বিভিন্ন মৎস্য আড়ত, বাজার ও অবতরণ কেন্দ্রে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ইলিশ অধ্যুষিত পাঁচটি জেলা তথা চট্টগ্রাম, ভোলা, চাঁদপুর, পটুয়াখালী ও পিরোজপুরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অংশীজনদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
×