ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ছাত্রী হত্যাকারীর ফাঁসি দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৪২, ৮ মার্চ ২০২০

ঠাকুরগাঁওয়ে ছাত্রী হত্যাকারীর ফাঁসি দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ মার্চ ॥ পৌরশহরের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর মেধাবী ছাত্রী শ্রাবণী রাণী রায়কে (১৫) জবাই করে হত্যাকারীর ফাঁসির দাবিতে শনিবার রাজপথে বিক্ষোভ করেছে সহপাঠিরা। ‘হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই’ সহপাঠীদের এমনি স্লোগানে উত্তাল হয়ে উঠে ঠাকুরগাঁয়ের রাজপথ। শনিবার সকালে নিহত স্কুলছাত্রীর সহপাঠিসহ অন্য সকল শিক্ষার্থী ও শিক্ষকগণ বিদ্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে চৌরাস্তা মোড়ে গিয়ে অবস্থান নিয়ে মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাও অংশ নিয়ে সেøাগানে সেøাগানে রাজপথ মুখরিত করে তোলে। এ সময় শহরের দুপাশে যানজটের সৃষ্টি হলে পুলিশ তা যান চলাচলে সহায়তা করে। এ সময় বক্তব্য দেন, জেলা সুজনের সভাপতি, শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সড়কের গাছ কর্তন, আটক দুই স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের কাঠপট্টি এলাকার রাস্তার পাশের ২৫ বছরের বটগাছ রাতের আঁধারে কর্তন করা হয়েছে। এ ঘটনায় বালিগাঁও গ্রামের সিদ্দিক বেপারী ও ওই বাজারের নাইট গার্ড শামসুল হককে আটক করেছে পুলিশ। নাইট গার্ড শামসুল হক জানান, শুক্রবার মধ্যরাতে ৭-৮ জন ইলেক্ট্রিক করাত দিয়ে গাছটি কর্তন করে। এ সময়ে কাঠপট্টির জনতা টিম্বারের ম্যানেজার আইউব আলী ও অপর একজন কাঠ ব্যাবসায়ী মোঃ মাসুদকে গাছ কর্তনকারীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। বালিগাঁও বাজার রিক্সা ভ্যান গাড়ি মালিক সমিতির সভাপতি মামুন ঢালী বলেন, ২৫ বছরের পুরাতন এই বট গাছটির নিচে সমিতির প্রায় ৩৬টি ভ্যান ও নছিমন তালাবদ্ধ করে পার্কিং করা হতো কিন্তু কে বা কারা গাছটি কেটে ২টি নছিমন নিয়ে গেছে।
×