ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইচএসবিসির মুনাফা কমেছে ৫৩ শতাংশ

প্রকাশিত: ০৯:২৮, ৮ মার্চ ২০২০

এইচএসবিসির মুনাফা কমেছে ৫৩ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গতবছর ৫৩ শতাংশ মুনাফা কমেছে ইউরোপের সবচেয়ে বড় ব্যাংক এইচএসবিসির। এমন অবস্থায় প্রতিষ্ঠানটি ঢেলে সাজানোর কথা ভাবছে এইচএসবিসি কর্তৃপক্ষ। হংকং বিক্ষোভ এবং করোনাভাইরাস চ্যালেঞ্জ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ৪শ’ ৫০ কোটি ডলার ব্যয় কমাতে চায় তারা। মুনাফা কমে যাওয়াসহ সার্বিক পরিস্থিতিতে ১৫ শতাংশ কর্মী ছাটাইয়ের পরিকল্পনা নিয়েছে লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠান। আগামী তিন বছরে প্রায় ৩৫ হাজার কর্মী ছাটাই করবে তারা। বর্তমানে এই ব্যাংকে কাজ করছে ২ লাখ ৩৫ হাজার কর্মী। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট মুনাফা হয়েছে ছয় বিলিয়ন ডলার। আগের বছর যা ছিল সাড়ে ১২ বিলিয়ন ডলারের বেশি। এদিকে মুনাফা কমলেও গতবছর ব্যাংকটির সার্বিক রাজস্ব বেড়েছে প্রায় ছয় শতাংশ। এইচএসবিসির মোট আয়ের অর্ধেক এবং মোট মুনাফার ৯০ শতাংশ হয় এশিয়া অঞ্চল থেকে।
×