ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যাসিনো সামগ্রী জব্দ না’গঞ্জে দুই চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:৩৩, ৫ মার্চ ২০২০

ক্যাসিনো সামগ্রী জব্দ না’গঞ্জে দুই চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে লক্ষণখোলা ডংজিং লংজাভিটি ব্যাটারি কারখানা থেকে ক্যাসিনো সামগ্রী জব্দের পাঁচ মাস পর দুই চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার বিকেলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব বিভাগের কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বাদী হয়ে ২ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। আসামিরা হলোÑ চীনা নাগরিক মি. উইডংলি ও মি. লুপিন। রাত পৌনে ৮টায় বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মানিলন্ডারিংয়ের অভিযোগ মামলাটি দায়ের করেন। ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ মার্চ ॥ শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী শ্রাবণী রানী রায়ের (১৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। সে সদর উপজেলার আকচা ইউনিয়নের পল্টন আশ্রমপাড়ার বাসিন্দা ওয়েল্ডিং মিস্ত্রি ভবেশ চন্দ্র রায়ের মেয়ে। কিভাবে অথবা কে বা কারা ছাত্রীটির গলা কেটেছে? তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা না গেলেও প্রতিবেশীরা জানান, ছাত্রীটি সন্ধ্যার পর ঘরে পড়ালেখা করছিল। এ সময় বাড়িতে তার বৃদ্ধ দাদু ছাড়া তেমন আর কেউ ছিল না। এ ব্যাপারে সদর থানার ওসি তানভির আহমেদ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
×