ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জামায়াতকে বাদ দিয়ে মুজিববর্ষ পালনে অংশগ্রহণ করুন

প্রকাশিত: ১১:৩৩, ৫ মার্চ ২০২০

জামায়াতকে বাদ দিয়ে মুজিববর্ষ পালনে অংশগ্রহণ করুন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেন, অপরাধবোধ ও আত্মগ্লানি যদি থাকে তাহল পাপমুক্ত হতে জামায়াতকে বাদ দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী মুজিববর্ষ পালনে অংশগ্রহণ করুন। তাহলে জনগণ আপনাদের পাশে থাকতে পারে। মোহাম্মদ নাসিম বুধবার বিকেলে বগুড়া শহীদ খোকন পার্কে বগুড়া-১ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বগুড়ার-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উন্নয়নের গতিধারা ধরে রাখতে উপনির্বাচনে কর্মবীর আব্দুল মান্নানের সহধর্মিণী সাহাদারা মান্নানকে ভোট দিয়ে বিজয়ী করে অসমাপ্ত কাজ সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, সাহাদারা মান্নান শেখ হাসিনার মনোনীত প্রার্থী। তিনি আব্দুল মান্নানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের চিত্র তুলে ধরে বলেন- বগুড়ার ওই আসনে বিএনপি জয়ী হতো। আব্দুল মান্নান তার কর্ম দিয়ে মরুভূমিকে মরূদ্যান বানিয়েছেন, নদী ভাঙ্গন রোধ করেছেন। জনগণের মন জয় করে বিএনপিকে হারিয়ে দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, রাজশাহীর সংসদ সদস্য আয়েন উদ্দিন প্রমুখ। তিনি বলেন, একযুগ ধরে খালেদা জিয়া বিচারে অভিযুক্ত হয়ে জেলে আছেন। বিএনপির পাপের জন্য তিনি জেলে গেছেন। বিএনপি বঙ্গবন্ধুর খুনীদের বিচার করেনি। জিয়ার পথ ধরে এরশাদ, খালেদা আওয়ামী লীগকে নির্যাতন করেছে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে জনগণের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছে। দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মোহাম্মদ নাসিম বলেন, বিশে^র সকল দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে মুজিববর্ষ পালনে স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধীকে আইনের আওতায় এনে বিচার করেন। কাউকে ছাড় দেন না। সেখানে কে মন্ত্রী, কে কোন্ নেতা তা দেখেন না। উদাহরণ দিয়ে বলেন, বগুড়ার কারাগারে বিচারের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী ছিলেন। বিএনপির উদ্দেশে বলেন, এখনও সময় আছে আপনারা আপনাদের অতীতকে স্মরণ করে পাপ মোচন করতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে এগিয়ে আসুন। এতে পাপ মুক্ত হতে পারলে জনগণ আপনাদের কাছে যেতে পারে।
×