ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় মন্দিরে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত: ০৯:৩৯, ৫ মার্চ ২০২০

মঠবাড়িয়ায় মন্দিরে দুর্বৃত্তদের আগুন

সংবাদদাতা, মঠবাড়িয়া, ৪ মার্চ ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি সার্বজননীন মন্দিরে গভীর রাতে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুনে মন্দিরের হারমোনিয়াম, ঢোল, সৌর বিদ্যুতের দুটি ব্যাটারিসহ অন্যন্য সামগ্রী পুড়ে গেছে। এ সময় মন্দির সংলগ্ন দুইশত ফুট দূরে এক কৃষকের বাড়ির দুইটি খড়ের গাদায় আগুন লাগিয়ে ভস্মীভূত করে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনীয় গ্রামের সার্বজননীন সেবাশ্রম ও মন্দিরে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী রণজিৎ কুমার বেপারী জানান, ১৯৯২ সালের গোলবুনীয় গ্রামের ৫ শতাংশ জমিতে সার্বজননীন সেবাশ্রম ও মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দির প্রতিষ্ঠার পর গ্রামের হিন্দু সম্প্রদায় সম্মিলিতভাবে এখানে প্রতিবছর দুর্গাপূজা, সরস্বতী পূজা, বাৎসরিক কীর্তনসহ নানা পূজা পালন করে আসছে। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা মন্দিরে অগ্নি সংযোগ করলে মন্দিরের মালামাল পুড়ে ছাই হয়। এ সময় দুর্বৃত্তরা মন্দির সংলগ্ন কৃষক বন বিহারী মন্টু বেপারীর বাড়ির গাদায় আগুন লাগিয়ে দেয়। এদিকে মন্দিরে অগ্নি সংযোগের খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। মঠবাড়িয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিতোষ বেপারী, সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ সাওজাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, উপাসনালয়ে অগ্নি সংযোগ দুঃখজনক এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীর যথাযথ বিচারের দাবি জানান। সিদ্ধিরগঞ্জে মশার কয়েল কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ॥ গ্রেফতার ২ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের পাইনাদী-ধনুহাজী রোড এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ভেজাল মশার কয়েল তৈরির করায় একটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ। এ সময় কারখানার মালিকসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। গ্রেফতাররা হলো- কারখানার মালিক কামাল খান ও কারখানার ম্যানেজার আল-আমিন। বুধবার দুপুুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে তিতাস গ্যাস কোম্পানির প্রদত্ত মেইন লাইনে ছিদ্র করে অভিনব কৌশলে অবৈধভাবে গ্যাস চুরি করে ভেজাল মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছে। গ্রেফতারকৃত কামাল খাঁন উক্ত অবৈধ গ্যাস সংযোগের মূল হোতা। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে এবি কয়েল, কারেন্ট কয়েল, চন্দন বিভিন্ন খ্যাতিসম্পন্ন ব্রান্ডের নামে মশার কয়েল তৈরি ও পাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছিল।
×