ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৩৪, ৪ মার্চ ২০২০

বাগেরহাটে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল-১ এর বিচার এসএম সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতে এ রায় প্রদান করেন। আদালত একই সঙ্গে আসামিদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ-ের আদেশ দেন। দ-প্রাপ্তরা হলেন বাগেরহাট সদর উপজেলার বাদোখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে ইউছুব মেম্বর, কচুয়া উপজেলার উদানখালী গ্রামের জোনাব আলী শেখের ছেলে আজিবুর রহমান ও তার স্ত্রী জাহানারা বেগম। মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৭ জুলাই ৫ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বাড়িতে রেখে ভিক্ষা করতে যায় মা। ওই দিন বিকেল ৫টার দিকে প্রতিবেশী আজিবুর রহমানের স্ত্রী জাহানারা বেগম নির্যাতনের শিকার মেয়েটিকে ভাত দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ঘরের দরজা বন্ধ করে দিয়ে মেয়েটিকে আটকে রাখে। এ সময় জাহানারা বেগমের সহায়তায় প্রথমে ইউছুব মেম্বর এবং পরে আজিবুর রহমান মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতার মামা বাদী হয়ে ওই বছরের ১১ আগস্ট কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। বুড়িগঙ্গায় উচ্ছেদ অভিযানে উদ্ধার হলো ৪ একর জমি নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৩ মার্চ ॥ কেরানীগঞ্জের চর ওয়াশপুরে বুড়িগঙ্গার তীর ঘেঁষে অবস্থিত মায়িশা পাওয়ার প্লান্টে মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালিয়ে পাওয়ার প্লান্টের দখলে থাকা বুড়িগঙ্গার প্রায় ৪ একর জমি উদ্ধার করা হয়েছে। পাওয়ার মালিক ঢাকা-১৪ আসনের এমপি আসলামুল হক। জমি দখলে রাখার জন্য সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছিল। অভিযানের সময় আধা কিলোমিটার সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও ভরাট করা জমিতে নির্মাণ করা দুটি পাকা ঘর ও বিশাল আকৃতির দুটি তেলের ট্যাঙ্ক উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলার সময় বাধা প্রদান ও নদী ভরাটের অভিযোগে মোস্তাফিজুর রহমান ও এমদাদুল হক নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সকাল দশটায় শুরু হওয়া উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন, উপপরিচালক মোঃ শহিদুল্লাহ। ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, মায়িশা পাওয়ার প্লান্টের বিরুদ্ধে বুড়িগঙ্গা ভরাট করে দখলের অভিযোগ ছিল।
×