ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাত কলেজকে ঢাবি

ক্লাসে উপস্থিতি ৬০ ভাগের কম হলে পরীক্ষা দেয়া যাবে না

প্রকাশিত: ১২:০৯, ৩ মার্চ ২০২০

ক্লাসে উপস্থিতি ৬০ ভাগের কম হলে পরীক্ষা দেয়া যাবে না

স্টাফ রিপোর্টার ॥ অধিভুক্ত সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মেই ক্লাস-পরীক্ষায় অংশ নেয়ার নির্দেশনা জারি করা হয়েছে। সাত কলেজের অধ্যক্ষ বরাবর এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ বলেছেন, এক সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান অধিভুক্ত ছিল। কিন্তু তখনকার সময় এবং এখনকার সময়ের বাস্তবতা ভিন্ন। ঢাবির একটি বিভাগের যে সক্ষমতা আছে, সেটি অধিভুক্ত অনেক কলেজেরই নেই। পর্যায়ক্রমে তাদের একটি নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ক্লাসে কমপক্ষে ৭৫ ভাগ উপস্থিতি থাকতে হবে। যেসব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০-৭৪ ভাগ, সেসব শিক্ষার্থী ‘নন-কলেজিয়েট’ হিসেবে গণ্য হবে। তাদের ‘নন-কলেজিয়েট’ ফি প্রদান করতে হবে।
×