ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন সিটি নির্বাচনের পর

প্রকাশিত: ১২:০৮, ৩ মার্চ ২০২০

চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন সিটি নির্বাচনের পর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের পরই অনুষ্ঠিত হবে মহানগর আওয়ামী যুবলীগের সম্মেলন। মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে সম্মেলনের মাধ্যমে গঠিত হবে নতুন কমিটি। সোমবার নগরীর রিমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় এ তথ্য জানান সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ নাইম এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন রাজনীতিতে তার দীর্ঘদিনের সক্রিয় অবস্থানের বিষয়ে বলেন, হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে আসিনি। ১৯৬৯ সালে চট্টগ্রাম সরকারী হাইস্কুল সপ্তম শ্রেণীর ছাত্র থাকাবস্থায় আন্দোলনের মিছিলে শামিল হয়েছিলাম। ’৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার সময় চট্টগ্রাম সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলাম। যখন ছাত্রলীগ করার কেউ ছিল না তখন ছাত্রলীগের রাজনীতি করেছি। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ৫ জন বন্ধুকে নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছি। বঙ্গবন্ধুর খুনীদের বিরুদ্ধে চট্টগ্রামে লড়েছি, জামায়াত-শিবিরকে উৎখাত করেছি। তা কি কেউ অস্বীকার করতে পারবেন? তিনি বলেন, জাতির জনকের আদর্শ ধারণ করে আমি শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য কাজ করি।
×