ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অন্যত্র ৮

সড়কে প্রাণ গেল ২১ জনের

প্রকাশিত: ১১:০৯, ১ মার্চ ২০২০

সড়কে প্রাণ গেল ২১ জনের

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘনায় শিশুসহ মোট ২১ জন নিহত হয়েছে। এদের মধ্যে রাজশাহীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাছের সঙ্গে কারের ধাক্কায় শিশুসহ সাতজন, নেত্রকোনায় ট্রাক ও পিকআপের সঙ্গে সংঘর্ষে ৫ জন, কুমিল্লার দাউদকান্দিতে পিকনিকের বাস খাদে পড়ে তিনজন, সাতক্ষিরায় ট্রলির ধাক্কায় কৃষক, রংপুরের বদরগঞ্জে ট্রলি চালক, মৌলভিবাজারে, কুড়িগ্রামে ও মুন্সীগঞ্জে একজন করে মোটরবাইক আরোহী এবং বগুড়ায় ট্রাক চাপায় সংবাদপত্র বিক্রেতা নিহত হন। অন্যত্র সড়ক দুর্ঘটনায় কৃষকসহ পাঁচজন নিহত হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লেগে সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী, তিনজন শিশু ও দুজন পুরুষ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাদিরপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে। ওই প্রাইভেটকারে চালকসহ মোট আটজন যাত্রী ছিলেন। নিহতরা হলো, রাজশাহী মহানগরের দেবীশিংপাড়া এলাকার মোশাবেব আলী (৪০) তার স্ত্রী হোসনে আরা (৩৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া বেগম (৩০), আফিয়া (৩) আদিব আল হাসান (৪ মাস), মহানগরের মুন্নাফের মোড় এলাকার আক্কাস আলী (৪০), মেহেরচ-ী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫)। গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, দুপুরে রাজশাহী থেকে সাতজনকে বহন করা প্রাইভেটকারটি (ঢাকা-মেট্রো-খ-১১-৩২৬০) উপজেলার মহিষালবাড়ি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। পথে উপজেলার কাদিরপুর এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পিকনিকের বাস খাদে পড়ে নিহত ৩ দাউদকান্দি ॥ শনিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী নামক স্থানে একটি পিকনিকের যাত্রীবাহী বাস সামনে রাস্তা পার হওয়া এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে তা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ওই পথচারীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এতে কমপক্ষে আহত হয় ২০ জন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘খাদিজা ভিআইপি’ (ঢাকা মেট্রো-ব-১৫-৪০৬৯) পরিবহনের একটি বাসে করে গত বৃহস্পতিবার আনন্দ ভ্রমণের জন্য কক্সবাজার যায় ঢাকার সদরঘাট বোরকা ব্যবসায়ী সমিতির মালিক-কর্মচারী। শুক্রবার রাতে কক্সবাজার থেকে ঢাকায় ফিরছিলেন ভ্রমণকারীরা। শনিবার সকাল সাড়ে ৭টায় তাদের বহনকারী বাসটি দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পার হওয়া এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে তা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ওই পথচারীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ তামিম মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেল আরোহী। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ-সিরাজদিখান রাস্তার পাইকপাড়া ব্রিজের ঢালে এই ঘটনা ঘটে। নেত্রকোনা ॥ জেলার দুর্গাপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। তাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। শনিবার রাত সাড়ে নয়টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আসাদুজ্জামান ও ইয়াসিন নামে দুজন ছাত্রের নাম শনাক্ত করা হয়েছে। তাদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর এলাকায়। তারা গৌরীপুরের শালিহর এলাকার হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বাকিদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। বগুড়া অফিস ॥ শনিবার রাত ৮টার দিকে বগুড়া-নাটোর সড়কে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের চাপায় আবু সাঈদ সুইট (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পেশায় তিনি সংবাদপত্র বিক্রেতা। তিনি বগুড়া সংবাদপত্র হকার্স শ্রমিকলীগের নেতা ছিলেন।
×