ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবৈধ অনুপ্রবেশ ॥ ২৪ শ্রীলঙ্কান জেলে আটক

প্রকাশিত: ১০:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০২০

অবৈধ অনুপ্রবেশ ॥ ২৪ শ্রীলঙ্কান জেলে আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে শ্রীলঙ্কার ২৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী। এদের নামে সামুদ্রিক মৎস্য আইন ও বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে মামলা দায়েরের পর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার সিএমপি বিষয়টি জানিয়েছে। আটককৃত জেলেরা হচ্ছে টি মানজুলা ডি সিলভা, কে জানাত, জিহান, টি পেশান্না, পি আন্তুনি, নিমেষ, ডিনেশ ডামিরা, সামন্ত কুমার, লর্ড জানদিমার, টি নিরুশান, ডি মানছ, ডিনেশ লাশাংতে, প্রদীপ, লি শান্তা জায়া, শামন কুমার, গায়ান, আর পি ডিপপি, নিশান, নিদুশান, ওয়াচিরে, জুশান্ত কুমার, উদয় কুমার, দানুকা প্রভা ও দিপাল কুমার। এদের ৪টি ফিশিং বোট, ইঞ্জিন ও বিভিন্ন মালামালসহ আটক করা হয়েছে। বঙ্গোপসাগরের বাংলাদেশী জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের খবর পেয়ে নৌবাহিনীর টহল জাহাজগুলো অভিযান চালিয়ে এদের আটক করেছে।
×