ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস আতঙ্কে স্থগিত আরচারি

প্রকাশিত: ১১:৫৩, ২০ ফেব্রুয়ারি ২০২০

 করোনাভাইরাস আতঙ্কে স্থগিত আরচারি

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাস আতঙ্কে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে ইসলামিক সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর, যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের টঙ্গীতে। অংশগ্রহণকারী দেশগুলোর অর্ধেকেরও বেশি নাম প্রত্যাহার করে নেয়ায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। তবে টুর্নামেন্ট স্থগিত হলেও অলিম্পিককে সামনে রেখে অনুশীলন চলবে বলেও জানান তিনি। ইসলামিক সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। সবকিছু ঠিক থাকলে ২২ ফেব্রুুয়ারি পর্দা ওঠার কথা ছিল এবারের আসরের। অংশগ্রহণকারী দেশগুলোর নিবন্ধন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছিল। তবে বাদ সাধল করোনাভাইরাস আতঙ্ক। বিশ্বব্যাপী এই ভাইরাসের আতঙ্ক যখন ভয়ানক আকার ধারণ করেছে, তখন তার প্রভাব এসে পড়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। সব প্রস্তুতি সত্ত্বেও আরচারি ফেডারেশনকে স্থগিত করতে হয়েছে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট। এ প্রসঙ্গে চপল বলেন, ‘কিছু দেশ তাদের নাম প্রত্যাহার করছিল। তারা করোনাভাইরাসের জন্যই আসতে চাইছে না। প্রথমে দেশ ছিল ৩৩টি। এখন কমতে কমতে তা নেমেছে ২০-এ। তাই শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।’ এদিকে এই টুর্নামেন্ট স্থগিত হলেও অলিম্পিক আসরের জন্য বাংলাদেশী আরচারদের অনুশীলন নিয়মিত চলবে বলে জানান চপল। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি রোমান সানা ও আরেকটি মেয়েকে উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে।’
×