ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪৭ বছর পর পাকিস্তানে এমসিসি

প্রকাশিত: ১২:০২, ১৪ ফেব্রুয়ারি ২০২০

৪৭ বছর পর পাকিস্তানে এমসিসি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রিকেটের সূতিকাগার ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। নিয়মিতই বিভিন্ন দেশ সফরে গিয়ে ম্যাচ খেলে এমসিসি। কিন্তু পাকিস্তানে প্রায় ৪৭ বছর যায়নি তারা। অবশেষে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার নেতৃত্বে পাকিস্তান সফরে গেছে এমসিসি। বর্তমানে এমসিসির সভাপতিও সাঙ্গাকারা। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানে তারা ওয়ানডে ও টি২০ মিলিয়ে লাহোরে মোট ৪টি ম্যাচ খেলবে। পাকিস্তান সফরের জন্য আগেই দল ঘোষণা করেছিল এমসিসি। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আজমল শাহজাদ। পাকিস্তান সুপার লীগ টি২০ আসরের দুই দল লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান্সের বিপক্ষে খেলবে এমসিসির এই দলটি। এমসিসি স্কোয়াড ॥ কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বার্গেস, অলিভার হ্যানন ডালবি, ফ্রেড ক্লাসেন, মাইকেল লিস্ক, এ্যারন লিলে, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরীফ, ভ্যান ডার মার ও রস হুইটলি। রুইজের গোলে নেপোলির জয় স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে কষ্টের জয় পেয়েছে নেপোলি। ইন্টার মিলানের মাঠে এদিন তারা ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক ইন্টার মিলানকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন নেপোলির স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিযান রুইজ। চলতি মৌসুমে সব ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে ইন্টারের এটি দ্বিতীয় হার। এ্যাশলে ইয়ং, ক্রিস্টিয়ান এরিকসেন ও এ্যালেক্সিস সানচেসদের বাইরে রেখে এদিন একাদশ সাজান কোচ এ্যান্টনিও কন্টে। গত রবিবার নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ে জয় তুলে নেয়া উজ্জীবিত ইন্টারকে এই ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি। শুরু থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল নেপোলির হাতে। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে বাঁ পায়ের দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন রুইজ। আগামী ৫ মার্চ নেপোলির মাঠে হবে ফিরতি লেগ। বৃহস্পতিবার প্রতিযোগিতার আরেক সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানের মুখোমুখি হয় জুভেন্টাস।
×