ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেম্বেলের চোটে দুশ্চিন্তায় বার্সিলোনা

প্রকাশিত: ১১:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ডেম্বেলের চোটে দুশ্চিন্তায় বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ বয়স মাত্র ২২ বছর। এরই মধ্যে জেতা হয়ে গেছে ফুটবলের সর্বোচ্চ খেতাব বিশ্বকাপ ট্রফি। এটি জিতেছেন আরও দুই বছর আগে। বলা হচ্ছে ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড উসমান ডেম্বেলের কথা। স্প্যানিশ ক্লাব বার্সিলোনায় খেলা এই তরুণ তুর্কীর জন্য দুঃসংবাদ, তিনি খেলতে পারবেন না আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপ। ডান উরুর অস্ত্রোপচারের কারণে আগামী ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ডেম্বেলের ক্লাব বার্সিলোনা। এ কারণে শুধু ফ্রান্সের হয়ে ইউরো মিস করছেন না ডেম্বেলে। খেলতে পারবেন না বার্সার হয়ে চলতি মৌসুমে আর কোন ম্যাচ। বিবৃতিতে বার্সা লিখেছে, ডেম্বেলের উরুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এই ইনজুরির কারণে আগামী ছয় মাস তাকে বিশ্রামে থাকতে হবে। আগে থেকেই হাঁটুর দীর্ঘমেয়াদী ইনজুরির কারণে বার্সার আরেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজ মাঠের বাইরে আছেন। ২০১৭ সালের আগস্টে ১৪৭ মিলিয়ন ইউরোতে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সিলোনায় যোগ দেয়ার পর ডেম্বেলে বেশ কয়েকবার ইনজুরি আক্রান্ত হয়েছেন। চলমান মৌসুমে বার্সিলোনার হয়ে মাত্র নয়টি ম্যাচ খেলেছেন ডেম্বেলে। গত সপ্তাহে অনুশীলনে নতুন করে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তবে এর আগে নবেম্বরে যে ইনজুরিতে পড়েছিলেন তা থেকে সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু ঘাতক ইনজুরি তাকে আবারও জেঁকে বসেছে। একই সমস্যার কারণে রেনের সাবেক ফুটবলার বার্সিলোনার হয়ে প্রথম বছরেই চার মাস মাঠের বাইরে ছিলেন। যদিও বার্সার নতুন কোচ কিকে সেটিয়েন তরুণ এই তারকার ফেরা নিয়ে বেশ আশাবাদী ছিলেন। কিন্তু তার এই দীর্ঘ ইনজুরিতে বার্সিলোনাকে এখন বিকল্প চিন্তা করতে হচ্ছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের জরুরী চুক্তির অনুমতি পেলে বার্সিলোনা সেটা কাজে লাগাতে পারে। নতুন খেলোয়াড় দলভুক্ত করার জন্য তারা আবেদন করবে বলে জানা গেছে। তবে স্প্যানিশ লা লিগায় এই মুহূর্তে নতুন চুক্তিভুক্ত কোন খেলোয়াড় খেলার অনুমতি পেলে তিনি চ্যাম্পিয়ন্স লীগে খেলতে পারবেন না। ইতোমধ্যেই বার্সিলোনার তালিকায় রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড উইলিয়ান জোশে, গেটাফের এ্যাঞ্জেল ও আলাভেসের লুকাস পেরেজের নাম শোনা যাচ্ছে। মূলত ডেম্বেলে মাঠের বাইরে চলে যাওয়ার কারণেই বার্সাকে বিকল্প ভাবতে হচ্ছে।
×