ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্য আটক

প্রকাশিত: ১১:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২০

মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্য আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের তিন সদস্যকে দুটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বুধবার নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথমে চাঁপাইনবাগঞ্জ শিবগঞ্জের রশিয়া বেরিঘাটি এলাকার আফসার আলীর ছেলে সুমনকে গ্রেফতার করা হয়। এরপরে সুমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে শিবগঞ্জের কালিগঞ্জ সুজাপুর এলাকার সাদেকুল ইসলামের ছেলে আল মামুনের নাম বলে। এরপরে আল মামুনকেও গ্রেফতার করা হয়। পরে আল মামুন পুলিশকে জানিয়েছে, সে ৪০ হাজার টাকায় ওই মোটরসাইকেল কিনেছিল। পরে মামুনের স্বীকারোক্তি অনুযায়ী চোর সিন্ডিকেটের অপর সদস্য রিমনকে গ্রেফতার করা হয়। রিমন লথনপুর হিন্দুপাড়ার মুকলের ছেলে। পেকুয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত ॥ আটক দুই স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় জনতার গণধোলাইয়ে জামাল হোসেন নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত যুবক সাপেরগাড়ার মৃত আলমগীরের পুত্র। এ ঘটনায় আরও দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার সকাল ১০টায় শিলখালী জারুলবুনিয়া সাপেরগাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ডাকাতদলের গুলিতে সাপেরগাড়া এলাকায় যুবক নুরুন্নবী নিহত হন। একই ঘটনায় নুরুন্নবীর মা হাজেরা বেগম ও ছোট ভাই মোজাম্মেল গুলিবিদ্ধ হয়েছেন। বিক্ষুব্ধ জনতা সকালে জড়িত তিন ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় জামাল হোসেন গণপিটুনিতে মারা যান। আহতরা হচ্ছে নাজিম উদ্দিনের পুত্র কাউসার ও বারবাকিয়া পাহাড়ীয়াখালীর নুরুল ইসলামের পুত্র নাছির হোসাইন। আহতরা পুলিশ হেফাজতে পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পেকুয়া থানার ওসি জানান, জনগণের গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।
×