ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সাদা ও নীল প্যানেলের প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ১১:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২০

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সাদা ও নীল প্যানেলের প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) ও বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নীল প্যানেল) তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। সাদা প্যানেল পুরো প্রার্থীর নাম ঘোষণা করলেও নীল প্যানেল আংশিক প্রার্থীর নাম ঘোষণা করেছে। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে মোট ১৪ পদে নির্বাচন হবে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র এ্যাডভোকেট এএম আমিন উদ্দিন (বর্তমান সভাপতি) ও সম্পাদক পদে এ্যাডভোকেট শাহ মনজুরুল হক নির্বাচনে অংশ নেবেন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পাশাপাশি এ প্যানেল থেকে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- এ্যাডভোকেট শাকিলা রৌশন ও মোঃ মনিরুজ্জামান, অর্থ সম্পাদক পদে এ্যাডভোকেট ড. মোঃ এনামুল হক এবং সহসম্পাদক পদে ব্যারিস্টার মোঃ ইমতিয়াজ ফারুক ও ব্যারিস্টার মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া। এছাড়া সদস্য পদে সাত প্রার্থী হলেন- এ্যাডভোকেট মোঃ তারজেল হোসেন, মোঃ সাফায়েত হোসেন সজীব, মোহাম্মদ জগলুল কবির, মোঃ মশিউর রহমান, মোঃ হুমায়ুন কবির, মিন্টু কুমার ম-ল ও ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান।
×