ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রন্থমেলায় ইকবাল খন্দকারের ১১ নতুন বই

প্রকাশিত: ১২:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

গ্রন্থমেলায় ইকবাল খন্দকারের ১১ নতুন বই

সংস্কৃতি ডেস্ক ॥ এই সময়ের অত্যন্ত ব্যস্ত লেখক, জনপ্রিয় উপস্থাপক ও গীতিকার ইকবাল খন্দকার। মেলা উপলক্ষে প্রতি বছরই তার রচিত নতুন বই প্রকাশ হয়। সেই ধারাবাহিকতায় এবারের একুশে গ্রন্থমেলায় তার ১১টি বই প্রকাশ হয়েছে। এর মধ্যে কিশোর এ্যাডভেঞ্চারমূলক গ্রন্থ ‘রক্তবন অভিযান’। আলোঘর প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। আলোঘর প্রকাশনীর ২৭২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। রহস্য উপন্যাস ‘ভাঙাবাড়ির রহস্য’ বইটি পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশ হয়েছে। প্রচ্ছদ এঁকেছেন গৌতম ঘোষ। পাঞ্জেরী পাবলিকেশন্সের ১৯ নং প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। রোমান্টিক উপন্যাস ‘ইচ্ছে হলে ভালবেসো’ মেধা পাবলিকেশন্স থেকে প্রকাশ হয়েছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন মামুন হুসাইন। মেধা পাবলিকেশন্সের ২৫২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বড়দের উপযোগী ছোট গল্পের বই ‘তরুণীর খুলি’ বইটির প্রচ্ছদ এঁকেছেন সোহানুর রহমান অনন্ত। মেধা পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশ হয়েছে। পাবলিকেশন্সের ২৫২ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। গোয়েন্দা উপন্যাস ‘মুখোশপরা খুনি’ বইটির প্রচ্ছদ এঁকেছেন সোহানুর রহমান অনন্ত। শব্দশিল্প প্রকাশনী থেকে বইটি শব্দশিল্প প্রকাশনীর ২৪০ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। প্রতিবন্ধী সন্তান আর এক পাষ বাবার গল্প ‘বাজান’। বইটির প্রচ্ছদ এঁকেছেন মামুন হুসাইন। বর্ষা দুপুর প্রকাশনী থেকে বইটি প্রকাশিত বইটি বর্ষা দুপুরের ২৩৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। হাসি সিরিজের লেখকের ১০ম রচনা ‘বিরতিহীন হাসি’ বইটির প্রচ্ছদ এঁকেছেন কাউসার মাহমুদ। অনিন্দ্য প্রকাশ প্রকাশনী থেকে বইটি প্রকাশিত বইিিট অনিন্দ্য প্রকাশ প্যাভিলিয়নের ৩১ নম্বরে বইটি পাওয়া যাবে। ভৌতিক উপন্যাস ‘ছমছমে পিশাচবাড়ি’ বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। কথা প্রকাশ প্রকাশনী থেকে বইটি প্রকাশিত কথা প্রকাশ প্যাভিলিয়নের ৯ নম্বরে বইটি পাওয়া যাবে। ভৌতিক উপন্যাস ‘অভিশপ্ত দরজা’ বইটির প্রচ্ছদ এঁকেছেন সোহানুর রহমান অনন্ত। প্রিয় বাংলা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত বইটি প্রিয় বাংলার ২২৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। প্রথমবারের মতো লেখক লিখেছেন সাইকো থ্রিলার ‘টার্গেট ফার্স্টবয়’। বইটির প্রচ্ছদ এঁকেছেন সোহানুর রহমান অনন্ত। তাম্রলিপি প্রকাশনী থেকে বইটি প্রকাশিত বইটি তাম্রলিপি প্যাভিলিয়নের ১৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। রহস্য উপন্যাস ‘রহস্যময় মৃত্যুসড়ক’ বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটি কথা প্রকাশ প্যাভিলিয়নের ৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
×