ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পুরনো প্লাস্টিকে রাস্তা সংস্কার

প্রকাশিত: ১১:১১, ১১ ফেব্রুয়ারি ২০২০

পুরনো প্লাস্টিকে রাস্তা সংস্কার

দক্ষিণ আফ্রিকায় রাস্তা সংস্কারে পুরনো দুধের প্লাস্টিক বোতল রিসাইকেল করে ব্যবহার করা হচ্ছে। গতবছর আগস্টে দেশটিতে প্রথম ওই কার্যক্রম শুরু করে শিসাল্যাঙ্গা কনস্ট্রাকশন নামের একটি কোম্পানি। ওই উদ্যোগকে দেশটির রাস্তার মানোন্নয়ন ও বর্জ্য সমস্যার সমাধান হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার রোড ফেডারেশন জানিয়েছে, প্রতিবছর দেশটিতে রাস্তা সংস্কারে তিন শ’ ৪০ কোটি মার্কিন ডলার খরচ হয়। দেশটির পূর্বাঞ্চলের উপকূলীয় কোয়াজুলু নাটাল (কেজেডএন) প্রদেশে রাস্তা সংস্কারে রিসাইক্লিং প্রক্রিয়ায় পুরনো দুধের প্লাস্টিক বোতল ব্যবহার করে শিসাল্যাঙ্গা কনস্ট্রাকশন। -সিএনএন
×