ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী মৌসুমে সারাদেশে এ্যাপসে বোরো সংগ্রহ করা হবে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২০

 আগামী মৌসুমে  সারাদেশে এ্যাপসে বোরো সংগ্রহ করা হবে ॥ খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ আগামী বোরো সংগ্রহ অভিযানে সারাদেশে ডিজিটাল এ্যাপসের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা থেকে বোরো ধান চাল কেনা হবে। প্রয়োজনে মন্ত্রণালয় এ্যাপসে সহযোগিতায় খন্ডকালীন ভলান্টিয়ার নিয়োগ দেবে। আমন সংগ্রহ অভিযানে পাইলট প্রকল্পের মাধ্যমে বগুড়া সদরসহ ১৬ উপজেলায় এ্যাপসের মাধ্যমে খাদ্য সংগ্রহে সুফল পাওয়া গেছে। কৃষকদের বিড়ম্বনা দূর করতে প্রতিটি স্থানীয় খাদ্য সংরক্ষণাগার (এলএসডি) সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এখন থেকে যে হাসকিং (চালকল) মিলার এক বছর বন্ধ থাকবে। তারা চাল সরবরাহে বরাদ্দ পাবে না। এমনটি জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ধান চাল সরবরাহে কৃষকরা যাতে ঘরে বসেই আদ্রতার (ময়েশ্চার) মাত্রা নির্ণয় করতে পারে সে জন্য মাঠ পর্যায়ের সকল কৃষি উপ সহকারী কর্মকর্তাকে ময়েশ্চার মিটার প্রদান করা হবে। মিটার কিনতে প্রয়োজনে অন্য ফান্ড থেকে অর্থ বরাদ্দ নেয়া হবে। মন্ত্রী রবিবার সকালে বগুড়া সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তা, মিলার, কৃষক প্রতিনিধি জনপ্রতিনিধি ও বগুড়ার সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। মন্ত্রী জানান, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে রফতানি পর্যায়ে পৌঁছেছে। বিশে^র বিভিন্ন দেশে বাংলাদেশের মোটা চালের চেয়ে সরু চালের চাহিদা বেড়েছে। তারা চালের মানের সঙ্গে প্রতি বছর বাংলাদেশ থেকে চাল আমদানির নিশ্চয়তা চায়। এ কারণে মন্ত্রী কৃষি কর্মকর্তাদের উচ্চ ফলনশীল (উফশী) সরু চাল উৎপাদনের ওপর গুরুত্ব দিতে বলেন। তিনি বলেন আগামীতে বিশে^র বাজারে উন্নতমানের চাল রফতানির লক্ষে দুইশ’টি বিশেষায়িত সাইলো নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। কৃষক বিড়ম্বনার বিষয়ে মন্ত্রী বলেন কৃষকদের পুরনো তালিকার কারণে কিছুটা অসঙ্গতি হয়েছে। কৃষকদের হালনাগাদ তালিকা তৈরির নির্দেশ দিয়ে বলেন যার যে পরিমাণ আবাদি জমি আছে সেই অনুযায়ী দ্রুত তিন ধরনের কার্ড প্রদান করতে হবে। যাতে ফড়িয়া দালাল এবং ছদ্মবেশী কৃষক সরকারী সুবিধা নিতে না পারে। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির জানান, চলতি আমন মৌসুমে রাজশাহী অঞ্চলে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৯১ হাজার ৫শ’৩ টন। ইতোমধ্যে ৮২ শতাংশ সংগ্রহ হয়েছে। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্যও রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, চেম্বারের সহ সভাপতি মাহফুজুল ইসলাম রাজ, চালকল মালিক সমিতির এটিএম আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক আবুল কাশেম প্রমুখ।
×