ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কাউন্সিল

প্রকাশিত: ০৭:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২০

 নীলফামারীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কাউন্সিল

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নীলফামারী শাখার নতুন কমিটির সভাপতি আহসান রহীম মঞ্জিম ও রাসেল আমিন স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত সোমবার রাতে নীলফামারী শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে গঠিত ২১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিলন ভট্টাচার্য। সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুজিবুল হাসান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এর আগে ‘ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময় তোমারি হউক জয়’ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গানটির মধ্যে দিয়ে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে পরিষদের শিল্পীরা। নতুন কমিটির সহ-সভাপতি ডাঃ মুজিবুল হাসান চৌধুরী শাহিন, আতাউর রহমান মুকুল, এ্যাডভোকেট আল মাসুদ আলাল, সম্পাদক তাসমিন ফৌজিয়া ওপেল, অসিত কুমার ধর, তারিকুল আলম লিখন, রকিবুল আলম শাহীন ও ফারহানা ইয়াসমিন ইমু, কোষাধ্যক্ষ বেবী রাণী ঘোষ, কার্যকারী সদস্য আল আসাদুজ্জামান আজাদ, মসফিকুল ইসলাম রিন্টু, দৌলত জাহান ছবি ও ওয়াদুদ রহমান, সদস্য গোলজার হোসেন গোলাপ, উমাপদ অধিকারী, রত্না বর্ধন, আব্দুল বারী, মৃণাল কান্তি রায় ও জাহাঙ্গীর আলম বসুনিয়া। এছাড়া কমিটির ১৫ উপদেষ্টা নীলফামারী-২ আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, এ্যাডভোকেট মমতাজুল হক, অধ্যাপক নরেশ চন্দ্র রায়, অধ্যাপক এটিএম মোস্তফা, ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, শামীমা রহমান, বাবু খোকারাম রায়, আবুজার রহমান, সারোয়ার মানিক, এ্যাডভোকেট নুরুল জাকি স্টালিন, প্রহলাদ চন্দ্র দাস, এনায়েত কবির লুলু ও মারুফ জামান কোয়েল
×