ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাবীব শাকিলের ধারাবাহিক ‘পরের মেয়ে’

প্রকাশিত: ০৭:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২০

 হাবীব শাকিলের ধারাবাহিক ‘পরের মেয়ে’

সংস্কৃতি ডেস্ক ॥ সৈয়দ জিয়া উদ্দিনের রচনায় হাবীব শাকিলের পরিচালনায় এনটিভিতে প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’। ব্ল্যাক এ্যান্ড হোয়াইটের ব্যানারে নির্মিত এ নাটকটি প্রযোজনা করেছেন কাজী রিটন। নাটকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮-২০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন-সাদিয়া জাহান প্রভা, ইন্তেখাব দিনার, গোলাম কিবরিয়া তানভীর, শিশির আহমেদ, টয়া, শাওন, ইলোরা গওহর, আদৃতা, আল মামুন, মনিরা ইউসুফ মেমী, আশরাফুল আশীষ, হিন্দোল রায়, গোলাম হায়দার কিসলু প্রমুখ। নাটক প্রসঙ্গে পরিচালক হাবীব শাকিল বলেন বর্তমানের গদবাধা নাটকগুলো যখন পরিবার ও সমাজের নানা অবক্ষয়, অবনতি বা কোন্দল তুলে আনার চেষ্টা করছে ঠিক সেই সময় ‘পরের মেয়ে’ নাটকটি মানুষের আত্মিক সম্পর্কে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। যা সবার কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছে।
×