ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতি হওয়া জলবায়ু সম্মেলনের সফলতা

প্রকাশিত: ১১:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতি হওয়া জলবায়ু সম্মেলনের সফলতা

বিশেষ প্রতিনিধি ॥ মাদ্রিদে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ কার্যকর ও ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিভিএফ-এর সভাপতি নির্বাচন এবারের জলবায়ু সম্মেলনের সফলতা বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। তিনি বলেন, এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশসমূহের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর ২০২০-২১ মেয়াদে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী প্রথম বারের মতো স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়নে মতবিনিময়কালে বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। জলবায়ু পরিবর্তনমন্ত্রী বুধবার পরিবেশ অধিদফতরের সম্মেলন কক্ষে চিলি-মাদ্রিদ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-২৫ : প্রত্যাশা, প্রাপ্তি এবং ভবিষ্যত করণীয় বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জাতির পিতা, দেশের গুরুত্বপূর্ণ ছবি এবং সকলের অবগতির জন্য বাংলাদেশ সরকারের বিগত বছরগুলো অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত অর্জন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থা গৃহীত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্যাবলী ও কার্যাবলী এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের কর্মকা- সম্পর্কে বিভিন্ন তথ্যাবলী দিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নটি আকর্ষণীয় করে সজ্জিত করা হয়। জলবায়ু পরিবর্তনমন্ত্রী বলেন, বাংলাদেশ প্যাভিলিয়নে তুর্কমেনিস্তান এবং কমনওয়েলথ আয়োজিত দুটিসহ ১৫টি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়। এখানে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত প্ল্যানেটরি ইমার্জেন্সি মোশন’র গুরুত্ব তুলে ধরে হয়। সম্মেলনে অনেক মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন ব্রিফিংয়ে বাংলাদেশ অংশগ্রহণ করে। সার্বিকভাবে সকলের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ সফল হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মিজানুল হক চৌধুরী, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদসহ দেশবরেণ্য জলবায়ু বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন।
×