ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উলিপুরে যৌতুকের জন্য মুক্তিযোদ্ধার কন্যাকে নির্যাতন

প্রকাশিত: ১২:১৩, ৪ ফেব্রুয়ারি ২০২০

উলিপুরে যৌতুকের জন্য মুক্তিযোদ্ধার কন্যাকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে যৌতুকের দাবিতে এক মুক্তিযোদ্ধার কন্যা তিন সন্তানের জননী মরিয়ম বেগমকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের বাকারা মধুপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, উপজেলার কিসামত মধুপুর গ্রামের মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মঞ্জু মিয়ার কন্যা মরিয়ম বেগমের সঙ্গে পার্শ্ববর্তী বাকারা মধুপুর গ্রামের উমর আলীর পুত্র মাঈদুল ইসলামের সঙ্গে গত ১৫ বছর আগে বিয়ে হয়। মরিয়ম বেগম জানায় বিয়ের কিছুদিন পর মাঈদুল ইসলাম যৌতুকের দাবিতে মারধর করে আসত। এরপর থেকে প্রতিনিয়ত আমাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ প্রয়োগ করেন স্বামীর পরিবারের লোকজন। নির্যাতন সহ্য করতে না পেরে ওই গৃহবধূ ৪ বছর পূর্বে পোশাক কারখানায় কাজ করে ৩ লাখ টাকা দেন। কিন্তু এতেও ক্ষান্ত হয়নি লোভি স্বামী মাঈদুল। গত রবিবার বিকেলে ৫ লাখ টাকার দাবিতে নির্যাতিতার শাশুড়ি যতিনা বেগম তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে নির্যাতন শুরু করে। এতে সহযোগিতা করেন শ্বশুর উমর আলী ও ভাশুর মুকুল মিয়া। এরই এক পর্যায় স্বামী মাঈদুল ইসলাম রাম দা গলায় লাগিয়ে মেরে ফেলার হুমকি দেয়। পরে মরিয়ম বেগমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন।
×