ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ৬৫০ কেজি ভারতীয় মহিষের মাংস জব্দ

প্রকাশিত: ১২:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২০

সিদ্ধিরগঞ্জে ৬৫০ কেজি ভারতীয় মহিষের মাংস জব্দ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৬৫০ কেজি অননুমোদিত প্যাকেটজাত ভারতীয় মহিষের মাংস জব্দ করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় সামির নামে একজনকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সোমবার বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানান, তারা সপ্তাহে ৩ দিন ঢাকার তেজগাঁও হতে অননুমোদিতভাবে প্যাকেটজাত মাংস নিয়ে এসে নারায়ণগঞ্জে বিভিন্ন রেস্টুরেন্ট ও স্থানীয় কসাই’র কাছে বিক্রি করে। এরপর হোটেল ও রেস্টুরেন্ট ও সাধারণ লোকজনের কাছে গরুর মাংস বলে বিক্রি করে এবং পরে হোটেল, রেস্টুরেন্ট ও সাধারণ লোকজনের কাছে গরুর মাংস বলে বিক্রি করা হয়। প্রাণিসম্পদ কর্তৃক কোয়ারান্টাইন সার্টিফিকেট থাকার প্রয়োজন কিন্তু তা তাদের নেই। বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা ছেলের মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সোমবার দুপুরে কাহালু রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পাড়ে মা ও ছেলের মৃত্যু ঘটেছে। এরা হলেন-ফেলানী বেগম (৫৫) ও রাজবাবু (২৫)। তাদের বাড়ি কাহালুর স্টেশন সংলগ্ন সাগাটিয়া এলাকায়। পুলিশ জানায়, ফেলানী বেগম স্টেশন এলাকায় ফল ও ভাজাজাতীয় খাদ্য ফেরি করে বিক্রির মাধ্যমে সংসার চালাতেন। তার ছেলে রাজবাবু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মা ও ছেলে পাশের সাগাটিয়া এলাকায় থাকতেন। দুপুর দেড়টার ঢাকাগামী লালমনি এক্সপ্রেস কাহালু স্টেশনে প্রবেশের মুহূর্তে রাজবাবু রেললাইনের ওপরে ছিল। ঘটনাটি দেখে মা ফেলানী দৌড়ে এসে রেললাইন থেকে ছেলেকে সরিয়ে বাঁচানোর চেষ্টা করেন। তবে দ্রুত ট্রেন চলে আসায় মা ও ছেলে দু’জনই ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তারা ঘটনাস্থলেই মারা যান।
×