ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমুদ্রে মারাত্মক দূষণ

প্রকাশিত: ১০:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২০

সমুদ্রে মারাত্মক দূষণ

মেরু বরফের চূড়া থেকে শুরু করে মারিয়ানা ট্রেঞ্চের ১০ কিলোমিটার গভীর পর্যন্ত ওয়াশিং মেশিন থেকে বের হওয়া সিনথেটিক মাইক্রোফাইবার দূষণ ছড়িয়ে পড়ছে। গত বছর থেকে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক, বোতল, স্ট্র, কান পরিষ্কারের কাঠির মতো ছুড়ে ফেলা জিনিসগুলোর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। এতে বিশ্বের কয়েকটি দেশে এসব বস্তুর ব্যবহার বন্ধ বা সীমিত করার বিষয়ে আইন করা হয়েছে। দৃশ্যমান অনেক আবর্জনা সমুদ্রে সহজে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা জায়েস নামে একটি ভাসমান দ্বীপে জমা হয়। কচ্ছপ থেকে শুরু করে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর জন্য ফাঁদ তৈরি করে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, সমুদ্রদূষণের একটি মূল উৎস পলিয়েস্টার, নাইল ও এ্যাক্রেলিকের ক্ষুদ্র কণাগুলো এখন অবধি বেশির ভাগেরই নজরে নেই। ব্রিটেনের পলিমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক ইমোজেন ন্যাপার বলেন, অধিকাংশ মানুষ এখনও বুঝতে পারছেন না যে আমাদের বেশির ভাগ পোশাক প্লাস্টিক দিয়েই তৈরি। আমরা নিয়মিত আমাদের পোশাক পরিষ্কার করি এবং প্রতিবার কাপড় ধোয়ার পর লাখ লাখ পোশাকের ক্ষুদ্র আঁশ বের হয়। এটি পরিবেশে প্লাস্টিকের দূষণের অন্যতম প্রধান উৎস হতে পারে। গবেষকেরা বলেন, প্রশ্ন হচ্ছে, এত ক্ষুদ্র ফাইবার দূর করতে পরিবেশবান্ধব যন্ত্র উদ্ভাবন, পোশাক উৎপাদনকারী, ওয়াশিং ও ট্রিটমেন্ট প্ল্যাটগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। -এএফপি
×