ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাছের সঙ্গে শত্রুতা

প্রকাশিত: ১০:১০, ২৯ জানুয়ারি ২০২০

গাছের সঙ্গে শত্রুতা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ জানুয়ারি ॥ পোরশায় এক ব্যক্তির বাগানের আ¤্রপালী আম গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার জালুয়া গ্রামের মৃত কিফাতুল্লার ছেলে জালাল উদ্দিনের জালুয়া মৌজার চার বছর বয়সের ১শ’টি আম গাছ ও সুতরইল মৌজার সদ্য লাগানো ৪৫০টি আম গাছ কে বা কারা কেটে ফেলেছে। গাছের মালিক জালাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে গাছগুলো কেটে ফেলতে পারে বলে তিনি ধারণা করছেন। দুস্থদের মাঝে ছাগল বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ও চাঁদশী ইউনিয়নের ৭৩ দুস্থ পরিবার এবং মাদক ছেড়ে আলোর পথে ফিরে আসা ২৭ জনের মধ্যে উন্নতজাতের ছাগল ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড জিউস রিলিফের (ডব্লিউজেআর) অর্থায়নে ও স্বেচ্ছাসেবী এনজিও আভাসের আয়োজনে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ছাগল ও সবজি বীজ বিতরণ করা হয়। ওইদিন দুপুরে চাঁদশী ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুব চোকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান। গৌরনদী মডেল থানার সামনে মাদক ছেড়ে আলোর পথে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে ছাগল ও সবজি বীজ বিতরণী অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার বাদশা ফয়সাল।
×