ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যানজটমুক্ত তিলোত্তমা স্বপ্নের ঢাকা উপহার দেয়ার প্রতিশ্রুতি মিলনের

প্রকাশিত: ১১:৪৬, ২৮ জানুয়ারি ২০২০

যানজটমুক্ত তিলোত্তমা স্বপ্নের ঢাকা উপহার দেয়ার প্রতিশ্রুতি মিলনের

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ ও বিএনপির ভোটের বাইরে অন্তত ৬০ শতাংশ ভোট জাতীয় পার্টির বলে দাবি করে দলটির মনোনীত দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, এই ভোটই আমার শক্তি। নগরবাসীর মধ্যে এই বড় অংশটি যদি ১ ফেব্রুয়ারি ভোট দেয়ার সুযোগ পান তাহলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সোমবার কাকরাইলের জাপা কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রার্থী মিলনের ইশতেহার প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তিনি এসব কথা বলেন। যানজটমুক্ত তিলোত্তমা স্বপ্নের ঢাকা উপহার দেয়ার পাশাপাশি ১৭ দফা প্রতিশ্রুতি দেন এই মেয়র প্রার্থী। মিলন বলেন, আশা করছি এবার আর আগের রাতে ভোট হবে না। আগের রাতে ভোট না হলে লাঙ্গল জয়ী হবে এমন মন্তব্য করে দলের প্রেসিডিয়ামের সদস্য মিলন বলেন, আমরা আশাকরি জাতীয় নির্বাচনের মতো সিটি কর্পোরেশন নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে না। আগের রাতে ভোট হয় অভিযোগ করে মিলন বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনে আগের রাতে ভোট হয়েছে। সরকার না চাইলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না বলে মন্তব্য করেন জাপার এই মেয়র প্রার্থী। আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মতো প্রচারে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভোটযুদ্ধে মাঠে থাকার কথা জানিয়ে মিলন বলেন, জয়ের জন্যই মাঠে নেমেছি। নির্বাচন সুষ্ঠু হলে আমিই জিতব।
×